থার্টিফার্স্ট নাইটে পুলিশের সামনে নারীর শ্লীলতাহানির অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। জানালেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার প্রবীন সুদ।
বৃহস্পতিবার প্রবীন সুদের বরাত দিয়ে বিবিসি জানায়, পুলিশ শহরের ৭০ সিসি ক্যামেরার ফুটেজ তদারকি করেও শ্লীলতাহানির কোন প্রমাণ পায়নি। তবে পরদিন শহরের অন্যপ্রান্তে মোটর সাইকেলে করে রাস্তা আটকিয়ে লাঞ্ছনার ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন তারা।
গেলো রোববার শহরের রাস্তায় প্রকাশ্যে এক নারীর শ্লীলতাহানি ঘটলেও কেউ এগিয়ে আসেনি। বিষয়টি ধরা পড়ে সিসিটিভিতে। ফুটেজে দেখা যায়, নারীটি অটোরিক্সা থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করেন। সেসময় দু’ব্যক্তি মোটর সাইকেলে করে এসে রাস্তা আটকান।
এর আগেরদিন নববর্ষের প্রথম প্রহরের আগেই নগরের দু’টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সামনে শ্লীলতাহানির অভিযোগ উঠে।
ওয়াই/এসজেড