ঢাকা

সোহরাওয়ার্দী না হলে নয়াপল্টন চায় বিএনপি

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৬ জানুয়ারি ২০১৭ , ০৮:০০ পিএম


loading/img

দশম জাতীয় সংসদের বর্ষপূর্তির দিন সোহরাওয়ার্দী না হলে নয়পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চাই। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আমরা এখনো সমাবেশের অনুমতি পাইনি। সোহরাওয়ার্দী উদ্যান না হলে ৭ জানুয়ারী নয়াপল্টনে  সমাবেশের অনুমতি দিন। আমরা সেখানেই সমাবেশ করবো।

বিজ্ঞাপন

তিনি আরো  বলেন, ‘বিএনপিকে সমাবেশে করার অনুমতি দিলে আজ সন্ধ্যার মধ্যেই দিতে হবে। নইলে সমাবেশ করা যাবে না। প্রস্তুতি নিতে যথেষ্ট সময় লাগে। অল্পকিছু সময় আগে অনুমতি দিলে কর্মসূচি পালন সম্ভব হয় না।

দশম জাতীয় সংসদের ভোটের দিন রাজধানীতে কোনো কর্মসূচি না রাখলেও জেলায় জেলায় কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করেছে দলটি। পাশাপাশি ৭ জানুয়ারি শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাকও দিয়েছে। এজন্য ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমতির আবেদন করেন তারা। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সমাবেশের অনুমতি পায়নি বিএনপি।

এইচটি/এইচএম/এসজেড

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |