ঢাকা

লিবিয়ায় গৃহযুদ্ধের আশঙ্কা জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ৩১ আগস্ট ২০১৯ , ০৫:১২ এএম


loading/img
ছবি: সংগৃহীত

লিবিয়ায় ‍গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার গুতেরেস বলেন, লিবিয়ায় ‘পুরোপুরি গৃহযুদ্ধ’ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তিনি।

বিজ্ঞাপন

এক প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে লিবিয়ার বর্তমান সংঘাত পুরোপুরি গৃহযুদ্ধে পরিণত হবে।

প্রতিবেদনটিতে তিনি লিবিয়া সংঘাতের রাজনৈতিক সমাধানের উপায় খুঁজে বের করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। দেশটিতে শক্তিশালী নেতা খলিফা হাফতারের অনুগত বাহিনী এপ্রিলের শুরুর দিকে জাতিসংঘ স্বীকৃত জাতীয় ঐক্যের সরকারের হাত থেকে রাজধানী ত্রিপোলির দখল নিতে হামলা শুরু করে।

বিজ্ঞাপন

জাতিসংঘের মহাসচিব বলেন, আমি ঘনবসতিপূর্ণ বিভিন্ন এলাকায় বিমান হামলা বা গোলাবর্ষণসহ বিস্ফোরক অস্ত্রের ব্যবহার বন্ধ করতে সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

হাফতার বাহিনীর হামলা শুরুর পর থেকে ত্রিপোলি উপকণ্ঠে সংঘাতে এ পর্যন্ত এক হাজার লোক প্রাণ হারিয়েছে এবং এক লাখ ২০ হাজার মানুষ গৃহহীন হয়েছে।

গুতেরেস বলেন, লিবিয়া সংঘাতের রাজনৈতিক সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ ও ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |