টেলিভিশন রিমোট কন্ট্রোলার চুরির ঘটনায় ৩৫ বছরের যুবককে ২২ বছরের জেল দিলেন আদালত। তবে চুরি ছাড়া কয়েক দফা আইনের প্রতি অসম্মান প্রদর্শনের কারণেও তাকে এ সাজা পেতে হলো। খবর ডেইলি মেইলের।
গেলো বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা এরিক ব্র্যামওয়েল চুরির দায়ে দোষী প্রমাণিত হন। পরে চলতি সপ্তাহে আদালত তাকে ২২ বছরের সাজা দেন।
এতে বলা হয়, ২২ বছরের সাজার অর্ধেক সময় শেষ হলে তিনি জামিনে মুক্ত হতে পারবেন।
গেলো বছরের মেলরোস পার্ক গ্রামের হুইটনের ক্রস স্ট্রিটের একটি ভবন থেকে রিমোটটি চুরি হয়। চুরির পর ওই স্থান থেকে একটি হাতের গ্ল্যাভস উদ্বার করা হয়। গ্ল্যাভসটিতে এরিকের ডিএনএ পাওয়া যায়। এরপরই তাকে এ সাজা দেয়া হয়।
এর আগেও শিকাগোর মেলরোস পার্কের অনেক চুরির ঘটনায় জড়িত ছিলেন এরিক।
আদালত জানান, বারবার আইনের প্রতি অসম্মান প্রদর্শন করায় তাকে এ শাস্তি দেয়া হয়।
ওয়াই/ডিএইচ