ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ব্রিটিশ পুরুষের গর্ভে ৪ মাসের সন্তান

আরটিভি অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭ , ০৩:১৯ পিএম


loading/img

সন্তানের জন্ম দিতে চলেছেন এক ব্রিটিশ পুরুষ। তিনি লিঙ্গ বদল করতে চেয়েছিলেন।  তবে স্যোশাল মিডিয়ায় এক স্পার্ম ডোনারের খোঁজ পেয়ে যান তিনি। ফলে লিঙ্গ বদলের আগেই  তিনি সন্তানের জন্ম দিতে চলেছেন।

বিজ্ঞাপন

২০ বছর বয়সী ব্রিটিশ পুরুষের নাম হেডেন ক্রস। গেলো তিন বছর ধরে তিনি আইনত পুরুষ হিসেবেই আছেন। নারী থেকে পুরুষে পরিণত হতে এরইমধ্যে তিনি হরমোন চিকিৎসা করে  কয়েকটি ধাপ পূর্ণ করে ফেলেছেন।

বিজ্ঞাপন

তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানায়, একেবারে পুরোপুরি নারী থেকে পুরুষে পরিবর্তনের আগে সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। হেডেন ফেসবুকের মাধ্যমে একজন স্পার্ম ডোনারের সন্ধান পায়।  এখন তিনি কয়েকমাসের মধ্যেই সন্তানের জন্ম দেবেন।

হেডেন সফল হলে তিনিই হবেন সন্তান জন্ম দেয়া প্রথম ব্রিটিশ পুরুষ।

১৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা হেডেন জানিয়েছেন, আমি সন্তান চাই এবং আমি জগতের সেরা বাবা হবো।

বিজ্ঞাপন

এর আগে  ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে নারী থেকে পুরুষ হওয়া টমাস বেটি সন্তানের জন্ম দিয়ে প্রথম পুরুষ ‘মা’ হন।   

বিজ্ঞাপন

ওয়াই/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |