জামা জুতো থাকবে, শুধু প্যান্ট না

আরটিভি অনলাইন ডেস্ক

বুধবার, ১১ জানুয়ারি ২০১৭ , ০৯:৩২ এএম


জামা জুতো থাকবে, শুধু প্যান্ট না

মেট্রো রেলে চড়ে ঘুরে বেড়াবেন। গন্তব্যে পৌঁছাবেন নির্দিষ্ট সময়। জামা, জুতোসহ বাকি সমস্ত প্রসাধন শরীরে থাকলেও প্যান্ট পরা যাবে না।  

বিজ্ঞাপন

হ্যাঁ, একদিনের জন্য এমনই আজব নিয়ম পালন করা হয় বিশ্বের কয়েকটি দেশে।  কেমন এ নিয়ম? কেনই বা এমন নিয়ম পালন করা হয়?  

অদ্ভুত এই নিয়মের পোশাকি নাম ‘নো প্যান্টস সাবওয়ে রাইড’। বছরের একটা বিশেষ দিনে শরীরের নীচের অংশ অনাবৃত রেখেই টিউব রেলে চড়েন স্থানীয় বাসিন্দারা। এই বিশেষ রীতি ২০০২ সালে প্রথম চালু হয় নিউ ইয়র্কে।

বিজ্ঞাপন

ইনপ্রুভ এভরিহয়ার, এটি নিউ ইয়র্কের একটি কমেডিক পারফরম্যান্স আর্ট গ্রুপ। এই কমেডিয়ান গ্রুপের মাধ্যমে ২০০২ সালে প্রথম ‘নো প্যান্ট সাবওয় রাইড’-এর সূচনা হয়েছিল।  প্রথমবার ১৫০ জন অংশ নিয়েছিলেন এই কর্মসূচিতে।

সংস্থার সদস্যরা চেয়েছিলেন, একঘেয়ে রুটিনের বাইরে মানুষ একটু অন্য রকম কিছু করুক। নিয়মিত বাধা জীবনের বাইরে পা ফেলুক।

বিজ্ঞাপন

এরপর থেকেই সারা বিশ্বে জনপ্রিয় হয় ‘নো প্যান্ট সাবওয়ে রাইড’-এর ভাবনা।

গোলো রোববার বোস্টন, বার্লিন, প্রাগ, মস্কো, পোল্যান্ডসহ বিশ্বের প্রায় এক ডজন দেশে প্রথমবারের মতো একযোগে ‘নো প্যান্টস রাইড’ পালন করা হয়।

এই মজার ইভেন্টে অংশ নিয়েছিলেন ম্যানহাটনের পিটার সেজ। সংবাদ মাধ্যমের কাছে তিনি জানান, ‘যাদের কাছে ব্যাপারটা ভাল করে বোধগম্য হয় না, তারা ভাবেন আমরা হয়তো কিছু অন্যায় করছি। কিন্তু তিনবার এই ইভেন্টে অংশ নিয়েছি আমি। এটা শুধুই একটা মজা, এর বেশি কিছু নয়।

এমকে/ এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission