দুর্নীতির ২ মামলায় হাজিরা দিতে বকশি বাজারের বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সকাল ১০ টায় গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে বের হয়ে পৌঁছান ১০টা ৫০ মিনিটে।
খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন জানিয়েছেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থন করে বাকি বক্তব্য দেবেন খালেদা। এছাড়া অরফানেজ ট্রাস্ট মামলার সাক্ষী দুদকের তৎকালীন পরিচালক নূর আহমেদের সাক্ষ্য গ্রহণের দিন ঠিক রয়েছে আজ।
এর আগে গেলো ৫ জানুয়ারি খালেদা জিয়া আদালতে হাজিরা দেন। ওই দিন চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন না করে সময় আবেদন করেন তিনি। আদালত আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার নতুন দিন ঠিক করেন।
অন্যদিকে ৫ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীকে জেরা করেন খালেদার আইনজীবীরা। বৃহস্পতিবার দুদকরে তৎকালীন পরিচালক নূর আহমেদের সাক্ষ্য গ্রহণের নতুন দিন ঠিক করেন আদালত।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেছিলেন দুদকের সহকারি পরিচালক হারুন-অর-রশিদ।
অন্যদিকে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাত করার অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
এইচটি/ জেএইচ