শেষ রক্ষা করতে পারলেন না ওবামা। ‘ওবামাকেয়ার’ নামে পরিচিত স্বাস্থ্য সেবা বিল বাতিলের পক্ষেই রায় দিলো মার্কিন কংগ্রেস। শুক্রবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভে বিলটি নিয়ে ভোটাভুটি হয়। এটি বাতিলের পক্ষে ভোট দেন ২শ’ ২৭ জন কংগ্রেসম্যান। বিপক্ষে পড়ে ১শ’ ৯৮ ভোট।
আসছে ২৭ জানুয়ারি ওবামাকেয়ার বাতিলের আইনি প্রক্রিয়া শরু হবে। হাউস স্পিকার পল রায়ান বলেন, ওবামাকেয়ার বাতিলের মাধ্যমে আমরা আমেরিকানদের আইনি জটিলতা থেকে মুক্তি দিতে পারবো। এর মাধ্যমে নাগরিকদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণমুক্ত হবে।
ওবামাকেয়ার বাতিল হলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির শঙ্কা জানিয়েছেন ডেমোক্রেটরা। সুবিধাবঞ্চিত রোগীরা ‘ওবামাকেয়ার’ এর ভবিষ্যত নিয়ে শঙ্কায় রয়েছেন। কারণ ওবামাকেয়ার এর পক্ষ থেকে কাজ করতে অক্ষম এমন সব রোগীকে সেবা ও ভর্তুকি দেয়া হতো। স্বাস্থ্য সেবা বিলটির আওতায় সুবিধা পাচ্ছেন ২০ লাখ মার্কিনী।
কিন্তু প্রিমিয়াম বেড়ে যাওয়া, ব্যয় বৃদ্ধি এবং বাজার সংক্রান্ত জটিলতায় সমালোচনার মুখোমুখি হয়েছে এ বিল। ওবামাকেয়ারকে সামর্থের বাইরে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পরেই ঘোষণা দেন ‘ওবামাকেয়ার’ বন্ধ করে দেবার।
এফএস/এসজেড