'ডাক্তার না, আমি নায়িকাই হবো' [ভিডিও]

সিয়াম সারোয়ার জামিল

সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭ , ০৩:৩০ পিএম


'ডাক্তার না, আমি নায়িকাই হবো' [ভিডিও]

পুরোনাম মেহরিন মুক্তা। সবে পঞ্চম শ্রেণিতে পা দিয়েছে। কিন্তু মুখে খই ফুটছে যেন। গড়নে লিকলিকে হলেও দারুণ প্রাণবন্ত। এরইমধ্যে নিজের অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছে দর্শক-বিচারকদের মন। আন্ত:প্রাথমিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে। রোববার প্রাথমিক শিক্ষা সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছ থেকে সেজন্য মেডেলও পেয়েছে মুক্তা।

বিজ্ঞাপন

বড় হয়ে কী হতে চাও এমন প্রশ্নে বেশ চটপটে উত্তর, 'বাবা চান আমি ডাক্তার হই। কিন্তু আমার আগ্রহ নেই। ডাক্তার না, আমি নায়িকাই হবো’

বাবা মুনিরুল ইসলাম নওগাঁর নিয়ামতপুর ডিগ্রি কলেজের প্রভাষক। আর মা রাশিদা খাতুন পড়ান চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ছুটিপুর আদিবাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। দু’শিক্ষকের যত্নে মুক্তা গড়ে উঠছে আদর্শ সন্তানের মতই।

বিজ্ঞাপন

শৈশবে মা নিজেও ছিলেন প্রতিভাবান সংস্কৃতিকর্মী। কিন্তু বেশিদূর সুযোগ পাননি। নিজের সন্তানকে তাই গড়েছেন অপূর্ণ ইচ্ছা থেকেই। তারই ফল দিয়েছে মেয়ে মুক্তা জাতীয় প্রতিযোগিতায় প্রথম হয়ে।

মুক্তা দু’ ভাইবোনের মধ্যে বড়। ছোট ভাই প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছে। সেও গান ভালো গান করে!

বিজ্ঞাপন

দু’ সন্তানের প্রতিভায় খুব খুশি রাশিদা খাতুন। তিনি জানালেন, 'শৈশব থেকেই অভিনয়ে দারুণ আগ্রহী মুক্তা। টিভি দেখে অবিকল অভিনয় করে দেখাতো। সেটা দেখেই প্রতিযোগিতায় নাম লেখায়। জেলা পর্যায়ে জায়গা করে বিভাগীয় পর্যায়েও দারুণ অভিনয় প্রদর্শন করে মুক্তা। এরপর ঢাকায় গেলো বছরের ২২ মার্চ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সে।'

মুক্তা শুধু অভিনয়ে না, চিত্রাঙ্কনেও দারুণ পারদর্শী। তার এ সাফল্যে দারুণ উচ্ছসিত বাবাও।

তিনি বলেন, 'ভেবেছিলাম ওকে ডাক্তার বানাবো, এখন মনে হচ্ছে অভিনেত্রী হলে ও ভাল করতে পারবে। ওর ইচ্ছে পুরণ হোক, সেটাই আমাদের চাওয়া।'

এসজে/এইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission