ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মঙ্গলবার লিভারপুলের মুখোমুখি হবে চেলসি।
লিভারপুলের অ্যানফিল্ড স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। ২২ ম্যাচ শেষে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে অ্যান্তনিও কন্তের চেলসি। আর ৪৫ পয়েন্ট নিয়ে চারে, ইয়ুর্গান ক্লপের লিভারপুল।
‘ব্লুজ’দের জন্য এটা শীর্ষস্থান আরো মজবুত করার ম্যাচ। একই সঙ্গে লিগে লিভারপুলের বিপক্ষে ৫০তম জয়ের মাইলফলকের সামনে চেলসি।
প্রথম লেগে জয় খানিকটা আত্মবিশ্বাসও যোগাচ্ছে স্বাগতিকদের। এছাড়া রাত পৌনে দুটোয় আর্সেনাল-ওয়াটফোর্ড, বার্নলি-লেস্টার সিটি ও সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে টটেনহ্যাম।
ওয়াই/এমকে