লন্ডনে মুয়াজ্জিনকে হামলাকারী ব্যক্তি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০ , ০৪:১৭ পিএম


Man arrested after London Central Mosque stabbing
বিবিসি থেকে নেয়া

লন্ডনের একটি মসজিদে ঢুকে সেটির মুয়াজ্জিনকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার সন্দেহে একজনকে আটক করেছে ব্রিটিশ পুলিশ। লন্ডন সেন্ট্রাল মসজিদে ওই হামলার ঘটনায় আহত ব্যক্তির বয়স ৭০ বছরের কোঠায়। রিজেন্ট পার্কের কাছে ঘটা এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে না পুলিশ। খবর বিবিসির।

বিজ্ঞাপন

হামলার পর পর ওই মুয়াজ্জিনকে হাসপাতালে নিয়ে যায় প্যারামেডিকরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে, তার আঘাত জীবনের জন্য ঝুঁকিপূর্ণ নয়। হামলার পর ২৯ বছর বয়সী হামলাকারীকে ধরে ফেলে প্রার্থনাকারীরা। পরে পুলিশ আসার আগ পর্যন্ত তাকে আটকে রাখে তারা।

মসজিদ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আহত ব্যক্তি একজন মুয়াজ্জিন ছিলেন। তিনি জোহরের নামাজের সময় হামলার শিকার হন। মসজিদটির মহাপরিচালক ডা. আহমাদ আল দুবাইয়ান বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন ওই মুয়াজ্জিনের সঙ্গে তিনি ফোনে বলা বলেছেন। তিনি এখন ‘ঠিক আছেন ও সুস্থবোধ’ করছেন বলেও জানিয়েছেন দুবাইয়ান।

বিজ্ঞাপন

আয়াজ আহমেদ নামে মসজিদের একজন উপদেষ্টা বলেছেন, ‘প্রার্থনাকারীরা না থাকলে ওই ছুরিকাঘাত প্রাণঘাতী হতো।’ মসজিদের ভেতর থেকে ছবিতে দেখা গেছে, লাল হুডের জামা ও জিন্স পরিহিত খালি পায়ের এক ব্যক্তিকে ফ্লোরের সঙ্গে চেপে রেখেছেন। একটি ভিডিওতে দেখা গেছে, একটি প্লাস্টিক চেয়ারের নিচে ফ্লোরে একটি ছুরি পড়ে রয়েছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বলেছেন, এই হামলার ঘটনায় তিনি ‘গভীরভাবে শোকাহত’ এবং ‘ভিকটিম ও অন্যান্য ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা’ জানাচ্ছি। লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, ‘ওই এলাকায় নিরপত্তা বৃদ্ধি’ করবে মেট্রোপলিটন পুলিশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission