স্কুলের বেঞ্চে বসা নিয়ে তুচ্ছ ঘটনার জের ধরে ২ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে সহপাঠী আরেক শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় আহত একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকালে ঢাকার দোহার উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে লটাখোলা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক বিদ্যালয়ের পাশে একটি বাড়িতে ওই প্রতিষ্ঠানেরই নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছিলেন। এ সময় শিক্ষার্থী মো. রাব্বি আহমেদ ও মো. ইউসুফ এর সাথে একই শ্রেণির মো. মশিউরের বেঞ্চে বসা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মশিউর প্রাইভেট শেষ করে সেখান থেকে চলে যায়। তার ঘন্টাখানেক পরে লটাখোলা উচ্চ বিদ্যালয়ে তার ক্লাসে ঢুকে পূনরায় রাব্বি ও ইউসুফ এর বসে থাকা বেঞ্চে বসতে চায় মশিউর। তখন তাদের দুজনের সঙ্গে ওই বেঞ্চে বসাকে কেন্দ্র করে তর্কবিতর্কে জড়িয়ে পরে মশিউর।
একপর্যায়ে মশিউর তার কাছে থাকা ছুরি বের করে শ্রেণি কক্ষের ভেতরেই রাব্বি ও ইউসুফকে এলোপাথারি ভাবে কোপাতে থাকে। উপর্যুপরি আঘাতে দুই শিক্ষার্থী ক্লাসের মেঝেতে পরে গেলে মশিউর দৌড়ে ক্লাস থেকে পালিয়ে যায়।
রাব্বি ও ইউসুফকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল আলম দুজনকে প্রাথমিক চিকিৎসা দেন। এর মধ্যে রাব্বির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং ইউসুফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখেন।
লটাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেন্দ্র কুমার মন্ডল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কোনভাবেই কাম্য নয়। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।
এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এ বিষয়ে অভিযোগ হওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/এমকে