ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

কুয়েত যেতে করোনামুক্ত সনদের সিদ্ধান্ত প্রত্যাহার

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৬ মার্চ ২০২০ , ০২:৩৪ পিএম


loading/img
ফাইল ছবি

কুয়েত যেতে করোনাভাইরাসমুক্ত সনদ লাগবে বলে দেশটি যে সিদ্ধান্তের কথা জানিয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছে।  

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ মার্চ) কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সবাহ আল খালেদ আল সাহবার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ এই সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, শ্রীলংকা, মিসর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, জর্জিয়া ও লেবাননসহ ১০ দেশের নাগরিকদের কুয়েত যেতে করোনামুক্ত সনদ লাগবে বলে দুইদিন আগে নোটিশ জারি করে। তবে মন্ত্রিপরিষদের এই সিদ্ধান্তের ফলে আর মেডিকেল সার্টিফিকেটের (পিসিআর) প্রয়োজন নেই।

বিজ্ঞাপন

কিছু দেশের প্রযুক্তিগত সমস্যার কারণে কুয়েতের মন্ত্রিসভা পিসিআর পরীক্ষা স্থগিত করেছিল। প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে ওই কঠোর পদক্ষেপ নিয়েছিল কুয়েত সরকার।

এর আগে গত মঙ্গলবার কুয়েত প্রবেশের ক্ষেত্রে  ১০ দেশের নাগরিকদের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়। কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছিল, ওই ১০ দেশের নাগরিকদের কুয়েত আসতে হলে কুয়েত দূতাবাসের সরবরাহকৃত করোনভাইরাসমুক্ত সনদ নিতে হবে।

বিজ্ঞাপন

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |