কুয়েত যেতে করোনাভাইরাসমুক্ত সনদ লাগবে বলে দেশটি যে সিদ্ধান্তের কথা জানিয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সবাহ আল খালেদ আল সাহবার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ এই সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, শ্রীলংকা, মিসর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, জর্জিয়া ও লেবাননসহ ১০ দেশের নাগরিকদের কুয়েত যেতে করোনামুক্ত সনদ লাগবে বলে দুইদিন আগে নোটিশ জারি করে। তবে মন্ত্রিপরিষদের এই সিদ্ধান্তের ফলে আর মেডিকেল সার্টিফিকেটের (পিসিআর) প্রয়োজন নেই।
কিছু দেশের প্রযুক্তিগত সমস্যার কারণে কুয়েতের মন্ত্রিসভা পিসিআর পরীক্ষা স্থগিত করেছিল। প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে ওই কঠোর পদক্ষেপ নিয়েছিল কুয়েত সরকার।
এর আগে গত মঙ্গলবার কুয়েত প্রবেশের ক্ষেত্রে ১০ দেশের নাগরিকদের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়। কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছিল, ওই ১০ দেশের নাগরিকদের কুয়েত আসতে হলে কুয়েত দূতাবাসের সরবরাহকৃত করোনভাইরাসমুক্ত সনদ নিতে হবে।
এমকে