ইন্দোনেশিয়ার বান্দা আচেহ প্রদেশে বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের অপরাধে বেশ কিছু নারী ও পুরুষকে প্রকাশে শত শত মানুষের সামনে দোররা মারা হয়েছে। শরীয়া অাইন বাস্তবায়নের অংশ হিসেবে এ শাস্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সম্প্রতি এ ঘটনার বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছে। একটি ছবিতে ছবিতে দেখা যাচ্ছে, একটি মেয়ে সাদা পোশাক পরা অবস্থায় হাঁটু গেঁড়ে বসে আছে। পেছনে জুব্বা পরিহিত একজন তাকে দোররা মারছেন। আর শত শত মানুষ তা দেখছেন।
ইন্দোনেশিয়ার আচেহ’ই একমাত্র প্রদেশ যেখানে ইসলামী শরীয়া অনুসারে বিচার করা হয়। এ প্রদেশটিতে প্রকাশ্যে দোররা মারার ঘটনা অহরহ ঘটলেও নারীদেরকে প্রকাশ্যে দোররা মারার ঘটনা খুব একটা দেখা যায় না।
এ প্রদেশে সমকামীতা, বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক, মদ ও অন্যান্য নেশাজাতীয় দব্য গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
এপি/এমকে