রোহিঙ্গা নির্যাতন গণহত্যার শামিল

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৭ , ০৯:০৪ পিএম


রোহিঙ্গা নির্যাতন গণহত্যার শামিল

শিবির ঘুরে রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থা জানা গেলো। পালিয়ে আসা রোহিঙ্গারা সে দেশে সেনাবাহিনীর হাতে নির্যাতন, ধর্ষণ ও হত্যার বর্ণনা দিয়েছেন। এ নির্যাতন গণহত্যার শামিল। জানালেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। 
বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় দু'টি রোহিঙ্গা ঘুরে এসব কথা বলেন তিনি। তাঁর সঙ্গে কানাডার হাইকমিশনার বিনো পিয়েরে লারামি ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিব্লেট ছিলেন। 

বিজ্ঞাপন

শিবির ঘুরে ৩ রাষ্ট্রদূত সাংবাদিকদের মুখোমুখি হন। এসময় অ্যালিসন ব্লেক বলেন, এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা আরো জোরালো করতে হবে।৩ হাইকমিশনার নির্যাতিত বিপুল রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসাও করেন। 

গেলো ২৯ ও ৩০ জানুয়ারি উখিয়া ও টেকনাফের ৪টি রোহিঙ্গা শিবির ঘুরেন কফি আনান কমিশনের ৩ সদস্যের প্রতিনিধিদল। এছাড়া ৩১ জানুয়ারি উখিয়া ও টেকনাফের দু'টি শিবির ঘুরেন মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট।

বিজ্ঞাপন

এসজে/ জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission