ভারতে ৩০ জুন পর্যন্ত রেলের সব টিকিট বাতিল

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৫ মে ২০২০ , ১০:৪৯ এএম


All train tickets canceled in India till June 30
ফাইল ছবি

ভারতে আগামী ৩০ জুন পর্যন্ত ট্রেনে যাতায়াতের জন্য কাটা সব টিকিট বাতিল করেছে কর্তৃপক্ষ। তবে এই নিয়ম কার্যকর হবে না শ্রমিক ট্রেন ও স্পেশাল ট্রেনের জন্য। লকডাউন শুরুর আগে ও লকডাউনের সময় যারা রেলের অগ্রিম টিকিট কেটেছিলেন সেগুলই বাতিল করা হয়েছে ৩০ জুন পর্যন্ত। তবে টিকিটের পুরো টাকাই ফেরত দেবে রেলওয়ে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আনন্দবাজার আরও জানায়, এছাড়াও রেল কর্তৃপক্ষ জানিয়েছে যারা করোনা আক্রান্তের জন্য ট্রেনে উঠতে পারবেন না, তাদের টিকিটের দাম ফেরত দেয়া হবে। যদি একটি পিএনআরে অনেকে যাত্রা করছেন ও সেখানে একজনকে যেতে দেয়া হল না, তখন যদি অন্যরাও না যেতে চান, তাহলে সবার টিকিটের দাম ফেরত দেবে রেলওয়ে।

এর আগে রেলওয়ে জানায়, এবার থেকে বিশেষ ট্রেনের জন্য ওয়েটিং লিস্টের তালিকা প্রকাশ করা হবে। তবে সেটি এসি টিকিটের জন্য হবে না।

বিজ্ঞাপন

তবে শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেন ও দেশের ১৫টি রুটে যে বিশেষ ট্রেনগুলো চলছে সেগুলো নির্ধারিত সময় সূচি অনুযায়ীই চলবে বলে জানানো হয়েছে রেল মন্ত্রণালয় থেকে।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission