ম্যাংগো ট্রেনের সঙ্গে যুক্ত হয়ে যাত্রা করল ক্যাটল ট্রেন
ম্যাংগো স্পেশাল ট্রেনের সঙ্গে যুক্ত হয়ে এবার চালু হলো কোরবানির পশু পরিবহনে বাংলাদেশ রেলওয়ের ক্যাটল স্পেশাল ট্রেন।
বুধবার (১২ জুন) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যায় কোরবানির পশু ও আমবাহী এ ট্রেনটি। আম পরিবহনে আশানুরূপ সাড়া না মিললেও পশু পরিবহনের জন্য নির্ধারিত ৪টি ওয়াগনই বুক হয়। এ দিন চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনে ৭১টি গরু ও ৯টি ছাগল নিয়ে ট্রেনটি রওনা হয় ঢাকায়।
এর আগে বিকেল ৪টা থেকে খামারি ও ব্যবসায়ীরা তাদের গরু ও ছাগলগুলোতে ট্রেনে তোলার কাজ শুরু করলেও কিছু গরুকে ট্রেনে উঠাতে বেশ বেগ পেতে হয় খামারিদের। এতে সন্ধ্যা ৬টার পরিবর্তে অন্তত ২০ মিনিট বিলম্বে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে যায় ট্রেনটি।
ট্রাকের চেয়ে ট্রেনে পশু পরিবহনে খরচ অনেক কম, সেই সঙ্গে নিরাপদ স্বস্তির যাত্রা বলছেন খামারি ও ব্যবসায়ীরা। সেই সঙ্গে এড়ানো যায় পথের দীর্ঘ যানজট ও চাঁদাবাজির বাড়তি খড়গ।
চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ বলেন, চতুর্থবারের মতো কম খরচে কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটল স্পেশাল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আরও দুদিন এ ট্রেন চলবে। ট্রেনে পশু পরিবহনে প্রতি ওয়াগনে ভাড়া ১৫ হাজার ৪৭০ টাকা। প্রতি ওয়াগনে ২০টি গরু পরিবহন করা যাবে।
মন্তব্য করুন