অলিম্পিকে ক্রিকেট!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ , ০৩:৩১ পিএম


অলিম্পিকে ক্রিকেট!

বিশ্বের সবচে’ ঐতিহ্যবাহী, সম্মানের ও বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমস। এ প্রতিযোগিতায় নানা অখ্যাত খেলা অন্তর্ভুক্ত হলেও এখনো ঠাঁয় পায়নি ক্রিকেট। তবে আসছে অলিম্পিক আসরে জনপ্রিয়তম খেলাটিকে অন্তর্ভুক্ত করতে উঠেপড়ে লেগেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসি। এরই মধ্যে অলিম্পিক কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছে আইসিসি। অলিম্পিক গেমসে খেলাটির অন্তর্ভুক্তি নিয়েও দারুণ আশাবাদী ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বিজ্ঞাপন

রোববার আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের বরাত দিয়ে জিনিউজ জানায়, অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে আমরা কাজ করছি। যদি আইসিসির সদস্যরা সম্মতি জানায় তাহলে আমরা শিগগিরই এর সঙ্গে সম্পৃক্ত হতে পারবো।

অলিম্পিক গেমসে ১০০টির বেশি খেলা অন্তর্ভুক্ত।

বিজ্ঞাপন

জেনে রাখুন, ২০১২ লন্ডন অলিম্পিক উদ্ধোধনী অনুষ্ঠানে আয়োজক হিসেবে ক্রিকেটের জনক ইংল্যান্ড তাদের খেলাধুলার ঐতিহ্য প্রকাশে ক্রিকেটকে বিশ্ববাসীর সামনে তুলে ধরে।

ওয়াই/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission