রাশিয়ায় সেলফি তোলার জন্য ভাঙা হলো সিংহ শাবকের পা
রাশিয়ার সমুদ্রসৈকতে পর্যটকরা যাতে সেলফি তোলার সময় পালিয়ে যেতে না পারে, এজন্য একটি সিংহ শাবকের পা ভেঙে দিয়েছেন একজন ফটোগ্রাফার। ওই সিংহ শাবকের পা ভেঙে দেয়ার ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতটাই অবাক হয়েছেন যে, তিনি ব্যক্তিগতভাবে এই নির্মমতার অপরাধ তদন্তের নির্দেশ দিয়েছেন। খবর মেট্রোর।
সিম্বা নামের ওই সিংহ শাবককে অপারেশন করার আগে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানেই ওই শাবকটির এমন করুণ পরিস্থিতি ফুটে ওঠে। তবে অপারেশনের পর ধীরে ধীরে এবং কষ্ট পেয়ে আবারও হাঁটা শেখে সিম্বা। সিম্বাকে যখন তার মায়ের কাছ থেকে আলাদা করে এমন ঘটনা ঘটানো হয় তখন তার বয়স ছিল কয়েক সপ্তাহ।
খবরে বলা হয়, গত গ্রীষ্মে এ ঘটনা ঘটে কিন্তু শাবকটি আস্তে আস্তে বড় হতে থাকে। তবে তার পা ভেঙে যায় এবং সে পালাতে পারে না। পরে এটি অসুস্থ হয়ে পড়ে এবং তাকে ‘নির্যাতন করা হয় এবং পেটানো হয়।’ এর ফলে সিম্বার মেরুদণ্ড বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার অবস্থা মৃতপ্রায় হয়ে যায়।
রাশিয়ার দাগেস্তান অঞ্চলে পরিত্যক্ত, হাঁটতে অক্ষম অবস্থায় ময়লা, ঠাণ্ডা একটি শস্যভাণ্ডার থেকে সিম্বাকে উদ্ধার করা হয়। সিম্বার উদ্ধার মিশনের নেতৃত্ব দেয়া ইউলিয়া আগিভা বলেন, রীতিমতো অভুক্ত রাখা হয়েছিল এটিকে এবং কোনও কারণে এর ওপর বরফের পানি ঢালা হতো নিয়মিত।
এ
মন্তব্য করুন