• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাশিয়ায় সেলফি তোলার জন্য ভাঙা হলো সিংহ শাবকের পা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জুন ২০২০, ১৯:৫৮
Lion cub’s legs broken so it couldn’t escape tourists taking selfies
দ্য মেট্রো থেকে নেয়া

রাশিয়ার সমুদ্রসৈকতে পর্যটকরা যাতে সেলফি তোলার সময় পালিয়ে যেতে না পারে, এজন্য একটি সিংহ শাবকের পা ভেঙে দিয়েছেন একজন ফটোগ্রাফার। ওই সিংহ শাবকের পা ভেঙে দেয়ার ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতটাই অবাক হয়েছেন যে, তিনি ব্যক্তিগতভাবে এই নির্মমতার অপরাধ তদন্তের নির্দেশ দিয়েছেন। খবর মেট্রোর।

সিম্বা নামের ওই সিংহ শাবককে অপারেশন করার আগে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানেই ওই শাবকটির এমন করুণ পরিস্থিতি ফুটে ওঠে। তবে অপারেশনের পর ধীরে ধীরে এবং কষ্ট পেয়ে আবারও হাঁটা শেখে সিম্বা। সিম্বাকে যখন তার মায়ের কাছ থেকে আলাদা করে এমন ঘটনা ঘটানো হয় তখন তার বয়স ছিল কয়েক সপ্তাহ।

খবরে বলা হয়, গত গ্রীষ্মে এ ঘটনা ঘটে কিন্তু শাবকটি আস্তে আস্তে বড় হতে থাকে। তবে তার পা ভেঙে যায় এবং সে পালাতে পারে না। পরে এটি অসুস্থ হয়ে পড়ে এবং তাকে নির্যাতন করা হয় এবং পেটানো হয়। এর ফলে সিম্বার মেরুদণ্ড বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার অবস্থা মৃতপ্রায় হয়ে যায়।

রাশিয়ার দাগেস্তান অঞ্চলে পরিত্যক্ত, হাঁটতে অক্ষম অবস্থায় ময়লা, ঠাণ্ডা একটি শস্যভাণ্ডার থেকে সিম্বাকে উদ্ধার করা হয়। সিম্বার উদ্ধার মিশনের নেতৃত্ব দেয়া ইউলিয়া আগিভা বলেন, রীতিমতো অভুক্ত রাখা হয়েছিল এটিকে এবং কোনও কারণে এর ওপর বরফের পানি ঢালা হতো নিয়মিত।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলা
রাশিয়ার হামলার শঙ্কায় ইউক্রেনে দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালাল ইউক্রেন
পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন পুতিন