ঢাকা

ইন্দোনেশিয়ার সরকারে সামরিক বাহিনীর কাজের সুযোগ বাড়লো

শুক্রবার, ২১ মার্চ ২০২৫ , ১২:৪৮ পিএম


loading/img
সাবেক স্বৈরশাসক সুহার্তোর ভাস্কর্য

ইন্দোনেশিয়ার পার্লামেন্ট সামরিক আইনে কিছু সংশোধনী এনেছে। ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরা বেসামরিক প্রশাসনে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন।

বিজ্ঞাপন

সংশোধনী আনার কারণে সামরিক কর্মকর্তারা এখন দুর্যোগ ব্যবস্থাপনা ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়সহ মোট ১৪টি সরকারি সংস্থায় কাজ করতে পারবেন। আগে তারা ১০টি সংস্থায় কাজ করতে পারতেন।

এর বাইরে কোনো বেসামরিক পদে যোগ দিতে হলে তাদের সামরিক বাহিনী থেকে অবসর নিতে হতো। আইনটি প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর উদ্যোগে পাস হয়েছে। তিনি সাবেক স্বৈরশাসক সুহার্তোর অধীনে সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

সুহার্তোর নেতৃত্বে সামরিক বাহিনী ১৯৬৫ থেকে ১৯৬৬ সালের মধ্যে এক মিলিয়নেরও বেশি মানুষকে হত্যা করেছিল।

প্রতিরক্ষামন্ত্রী সাফরি স্যামসুদ্দিন বলেছেন, প্রচলিত এবং অপ্রচলিত সংঘাত মোকাবেলা করার জন্য সামরিক বাহিনীকে রূপান্তরিত হতে হবে, আমরা কখনোই ইন্দোনেশিয়ার সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হবো না।

তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই আইন ইন্দোনেশিয়াকে সুহার্তোর কঠোর শাসনের যুগে ফিরিয়ে নিয়ে যেতে পারে। আইনটি অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন এবং দায়বদ্ধতার অভাব সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে তারা।

বিজ্ঞাপন

সংসদের সামনে বিরোধী দল এবং শিক্ষার্থীরা এই বিলের বিরুদ্ধে বিক্ষোভ এবং প্রতিবাদ করেছে। পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। নতুন আইন দেশটির রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় সামরিক প্রভাব আরও সুদৃঢ় করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |