সৌদি আরব সফর বাতিল করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৫২ পিএম


সৌদি আরব সফর বাতিল করলেন জেলেনস্কি
ছবি: সংগৃহীত

সৌদি আরব সফর বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এই সফর হওয়ার কথা ছিল কিন্তু একদিন আগে সেই সফরটি বাতিল করলেন তিনি। 

বিজ্ঞাপন

এমনকি জেলেনস্কি আগামী ১০ মার্চ পর্যন্ত তিনি দেশটিতে সফর করবেন না বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও তুর্কির সরকারি গণমাধ্যম আনাদোলু এজেন্সি। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যেমগুলোর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ইউক্রেন সংঘাত নিরসনে সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে চার ঘণ্টাব্যাপী একটি বৈঠক হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেলেনস্কি। 

বিজ্ঞাপন

এদিন, তুরস্কের রাজধানী আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠক আমাদের অবাক করেছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সৌদি আরবে টানা চার ঘণ্টা বৈঠকের পর এ আলোচনাকে ‘ইতিবাচক’ বলে দাবি করেছে রাশিয়া। এতে অংশ নিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন অথবা ইউরোপের কেউ ছিলেন না। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, দুই দেশের মধ্যে আলোচনার স্বার্থে দল গঠন করতে সম্মত হয়েছেন তারা। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা করবে। এছাড়া ওয়াশিংটন ও মস্কো দূতাবাসের কর্মী পুনর্বহালেও সম্মত হয়েছে।

বিজ্ঞাপন

তবে, বৈঠকে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার ব্যাপারে আপত্তি তুলেছে রাশিয়া। এদিকে আরটির প্রতিবেদন বলছে, সরাসরি জেলেনস্কির সঙ্গে আলাপ করতে প্রস্তুত পুতিন।

এর আগে, জেলেনস্কি শান্তি আলোচনায় ইউক্রেনকে অংশীদার না করার ব্যাপারে হুঁশিয়ার করে জানান, ইউক্রেনকে ছাড়া কোনো শান্তি আলোচনা মেনে নেবে না তার দেশ। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission