• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo
সিরিয়াকে ৫০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি জার্মানির
জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন
জার্মানিতে পাঁচ লাখ ৩১ হাজার ৬০০ মানুষের স্থায়ী আবাসন নেই বলে জানিয়েছে আবাসন, নগর উন্নয়ন ও ভবন মন্ত্রণালয়। দ্বিতীয়বারের মতো প্রকাশিত হোমলেসনেস রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে। গৃহহীনদের মধ্যে চার লাখ ৩৯ হাজার ৫০০ জনকে জরুরি আবাসন সহায়তা ব্যবস্থাপনায় রাখা হয়েছিল। আর ৬০ হাজার ৪০০ জন গৃহহীন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের বাসায় ছিলেন। বাকি গৃহহীনরা রাস্তায় বা অস্থায়ী আবাসনে বাস করছেন। এই তথ্যগুলো গতবছর জানুয়ারির শেষে নেওয়া৷ ২০২২ সালে গৃহহীনদের নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই সময় গৃহহীনের সংখ্যা ছিল দুই লাখ ৬৩ হাজার৷ অর্থাৎ এবার সংখ্যাটি প্রায় দ্বিগুণ হয়েছে। তবে মন্ত্রণালয় বলছে, প্রথমবার রিপোর্ট প্রকাশের সময় তথ্য সংগ্রহে সীমাবদ্ধতা ছিল। এছাড়া বুধবার প্রকাশিত রিপোর্টে এক লাখ ৩৬ হাজার ইউক্রেনীয় শরণার্থীরা অন্তর্ভুক্ত আছেন। বিকল্পের অভাবে তারা শরণার্থী আবাসনে বাস করছেন। এই ইউক্রেনীয়রা প্রথম রিপোর্ট প্রকাশের পর জার্মানিতে এসেছেন। আবাসন, নগর উন্নয়ন ও ভবন মন্ত্রী ক্লারা গেভিৎস জানান, গৃহহীন সমস্যা সমাধানে সরকার পদক্ষেপ নিচ্ছে। ২০৩০ সালের মধ্যে সমস্যা সমাধানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, সাশ্রয়ী মূল্যের আরো আবাসন তৈরি করতে এবং গৃহহীনদের জন্য নিজস্ব বাসস্থান খুঁজে পাওয়া সম্ভব করতে জার্মানি ২০২৮ সালের মধ্যে সামাজিক আবাসনে ২০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করছে। গত বছর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে প্রতি রাতে প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন অবস্থায় ছিলেন বলে জানিয়েছে ইউরোপিয়ান ফেডারেশন অফ ন্যাশনাল অর্গ্যানাইজেশনস ওয়ার্কিং উইথ দ্য হোমলেস। আরটিভি/এএইচ  
জার্মান-ইরানি নারী নাহিদ টাঘাভি কারামুক্ত
প্রতিরক্ষা-খরচ নিয়ে ট্রাম্পের প্রস্তাব খারিজ শলৎসের
কানাডার নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আলোচনায় যারা
ইউক্রেনে রাতভর ড্রোন হামলা চালাল রাশিয়া
কাদায় হেঁটে চিঠি বিলি করেন তিনি
উত্তর সাগরে অবস্থিত জার্মানির পেলভর্ম দ্বীপে বাস করেন ক্নুড ক্নুডসেন। তিনি জার্মান ডাক বিভাগের একজন কর্মী। তবে অন্যদের চেয়ে আলাদা। কারণ, তাকে সাগর পাড়ি দিয়ে পায়ে হেঁটে পত্র বিলি করতে হয়। ৬৯ বছর বয়সি ক্নুডকে ভাটার জন্য অপেক্ষা করতে হয়। আবার পানি পর্যাপ্ত না কমলে কাজ করাও সম্ভব নয়। ছোট দ্বীপ স্যুডেরুগ-এ চিঠি বিলি করেন ক্নুড। চলার পথটি কাদায় পরিপূর্ণ। প্রায় ১০ হাজার জাতের গাছ ও প্রাণীর আবাসস্থল হচ্ছে এই কাদা। এসব উদ্ভিদ ও প্রাণী ক্নুডের বেশ পছন্দ। তাই ২৫ বছর আগে তখনকার চিঠি বাহক অসুস্থ হয়ে যাওয়ার পর যখন এই চাকরির সুযোগ তৈরি হয়েছিল তখন খুশি মনেই সেটি শুরু করেছিলেন ক্নুড। তিনি বলেন, এখানে কোনো গাড়ি নেই। তাই গাড়ির শব্দও নেই। তাই আপনি পাখির শব্দ শুনতে পারেন। স্যুডেরুগ দ্বীপে মাত্র একটি বাড়ি আছে। ভেড়ার পাশাপাশি স্যুডেরুগে চারজন মানুষ বাস করেন- মা, বাবা ও তাদের দুই সন্তান। সপ্তাহে তিনদিন ক্নুডও পরিবারের সদস্য হয়ে ওঠেন- অনেকটা পার্ট-টাইম দাদার মতো। বাড়ির সদস্য নেলে ভ্রি বলেন, ক্নুড আমাদের কাছে পরিবারের মতন। যখনই আমরা কিছু করি, যেমন বাচ্চাদের জন্মদিন পালন করি, ক্নুডও সেখানে থাকেন। ক্রিসমাস ও অন্যান্য ছুটির সময়ও। কয়েক দশক আগে স্যুডেরুগ রক্ষার জন্য যখন বাঁধ তৈরি করা হচ্ছিল তখন কাজ করেছিলেন ক্নুড। তখনই তিনি এই দ্বীপের প্রেমে পড়েছিলেন। আরটিভি/এএইচ
মন্টিনিগ্রোতে রেস্তোরাঁয় বন্দুক হামলা, শিশুসহ নিহত অন্তত ১০
দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টিনিগ্রোতে বন্দুক হামলায় দুই শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নতুন বছরের প্রথম দিনে দেশটির দক্ষিণাঞ্চলে একটি রেস্তোরাঁর মধ্যে তর্ক-বিতর্কের জেরে এক ব্যক্তি সেখানে বন্দুক হামলা করেন এবং এতেই প্রাণহানির এই ঘটনা ঘটে।  বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, বুধবার দক্ষিণ মন্টিনিগ্রোতে একজন বন্দুকধারী দুই শিশুসহ অন্তত ১০ জনকে গুলি করে হত্যা করেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। একজন পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সরকারি সম্প্রচারমাধ্যম আরটিসিজি জানিয়েছে, অতিথিদের মধ্যে মৌখিক তর্কের পরে অন্তত কিছু মৃত্যুর ঘটনা সেটিনজে এলাকার একটি রেস্তোরাঁর ভেতরে ঘটেছে। হামলাকারী আত্মহত্যা করেছে বলে পরে নিশ্চিত হওয়া গেছে। মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিক বন্দুক হামলা ও প্রাণহানির এই ঘটনাকে ‘ভয়ানক ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন। একইসঙ্গে বৃহস্পতিবার থেকে তিন দিনের জাতীয় শোকও ঘোষণা করেছে তার সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী দানিলো সারানোভিচের মতে, বন্দুকধারী তার নিজের পরিবারের সদস্যদের, রেস্টুরেন্ট মালিকের দুই সন্তান এবং মালিককেও হত্যা করেছে। বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সারানোভিচ এই ঘটনাটিকে “বিরক্ত আন্তঃব্যক্তিক সম্পর্কের পরিণতি” বলে অভিহিত করেছেন। গোলাগুলিতে গুরুতর আহত চারজন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলেও প্রধানমন্ত্রীর বরাতে জানিয়েছে এএফপি। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আলেকসান্ডার মার্টিনোভিচ (৪৫) নামে ওই হামলাকারী গোলাগুলির ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু পরে পুলিশ তাকে ঘেরাও করে এবং এরপরই তিনি আত্মহত্যা করেন। রয়টার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, অস্ত্র রাখার অভিযোগে আগেও ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।   আরটিভি/এআর-টি
স্পেনের পথে সবচেয়ে বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজের রেকর্ড
অভিবাসী অধিকার সংস্থা কামিনদাদো ফ্রন্তেরাস জানাচ্ছে, ২০২৪ সালে স্পেনে পৌঁছাতে চেয়ে দশ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন৷ বৃহস্পতিবার স্পেনভিত্তিক অভিবাসী অধিকার বিষয়ক সংস্থা কামিনদাদো ফ্রন্তেরাস জানায়, এই সংখ্যা ১০ হাজার ৫৪৭জনে পৌঁছেছে৷ কামিনদাদো ফ্রন্তেরাস অর্থ পায়ে হাঁটা সীমান্ত৷ এই সংস্থার মতে, ২০২৩ সালের তুলনায় এই সংখ্যাটি ৫০ শতাংশেরও বেশি৷ কামিনদাদো ফ্রন্তেরাস বলছে, আমাদের রাইট টু লাইফ ২০২৪ প্রতিবেদনটি সবচেয়ে মারাত্মক সময়কে ধারণ করেছে, যা বলছে, দিনে গড়ে ৩০জন মারা যাচ্ছেন৷ এটা রেকর্ড৷ মৃতদের মধ্যে অন্তত ৪২১জন নারী ও এক হাজার ৫৩৮জন শিশু বা অপ্রাপ্তবয়স্ক রয়েছে৷ ২০২৩ সালে গড়ে প্রতিদিন এভাবে ১৮জন মারা গিয়েছিল৷  বাঁচার অধিকার প্রাধান্য পাচ্ছে না কামিনদাদো ফ্রন্তেরাস সাগরে নৌকাডুবি ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর বিষয়ে বলেছে, ঝুঁকিতে থাকা ব্যক্তিকে উদ্ধারের দায়িত্ব ও মানুষের বাঁচার অধিকারের বদলে অভিবাসী নিয়ন্ত্রণের দিকটি বেশি প্রাধান্য পাচ্ছে৷ সংস্থাটির প্রতিষ্ঠাতা, হেলেনা মালেনো এক বিবৃতিতে বলেন, এই সংখ্যাগুলি আমাদের উদ্ধার ও সুরক্ষা ব্যবস্থাগুলির গভীর ব্যর্থতাকে তুলে ধরে৷ দশ হাজার ৪শজনেরও বেশি মানুষ এক বছরে নিখোঁজ হয়েছেন, এই ট্র্যাজেডি মেনে নেওয়া যায় না৷ সাগরপথে স্পেনে পাড়ি দেবার যতগুলি পথ রয়েছে, তার মধ্যে আটলান্টিক সাগরপথকে সবচেয়ে বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছে কামিনদাদো ফ্রন্তেরাস৷ এই পথে এবছর মারা গেছেন নয় হাজার ৭৫৭জন৷ মৌরিতানিয়া থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে আসার পথেও বেড়েছে মৃত্যু৷ বিপজ্জনক পথের তালিকায় আছে আলজেরিয়া থেকে আসা ভূমধ্যসাগরের পথটিও, যেখানে প্রাণ হারান ৫১৭জন৷ স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এ বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত, নৌকায় চেপে ৫৭ হাজার ৭০০জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী স্পেনে এসে পৌঁছেছেন৷ সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি৷ এর মধ্যে বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশীই এসেছেন আটলান্টিক হয়ে৷ আরটিভি/এএইচ
তুরস্কের গোলাবারুদ তৈরি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২
তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশে একটি গোলাবারুদ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে এখন পর্যন্ত ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত চারজন। কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে তুরস্কের বালিকেসির প্রদেশের কারেসি জেলায় অস্ত্র তৈরির কারখানার একটি অংশে বিস্ফোরণটি ঘটে।  তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলেন, কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। তবে কর্তৃপক্ষ হামলার বিষয়টি অস্বীকার করেছে।  ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে কারখানায় বিস্ফোরণের পর আকাশে আগুনের গোলা উড়ে যাচ্ছে। ভবনের একটি অংশ ধসে পড়েছে। আরও একাধিক ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে স্টিলের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে।  প্রত্যক্ষদর্শীরা সিএনএন তুর্ককে জানিয়েছে, বিস্ফোরণের ফলে কোতেলি শহরজুড়ে কম্পনের সৃষ্টি হয়।  কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, স্বাস্থ্য এবং নিরাপত্তা ইউনিট পাঠানো হয়েছে। দেশটির বিচারমন্ত্রী ইলমাজ টাঙ্ক বলেন, কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। আরটিভি/একে
জার্মানির ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলা
জার্মানির মাগডেবুর্গের ক্রিস্টমাস মার্কেটের ভিড়ে এক ব্যক্তি দ্রুত গাড়ি নিয়ে ঢুকে পড়ে। এ ঘটনায় অন্তত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আনহাল্ট-সাক্সনি রাজ্য সরকার। ঘটনাস্থল থেকে এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী বার্লিনের পশ্চিমাঞ্চলীয় শহর মাগডেবুর্গ। সাক্সনি-আনহাল্ট রাজ্যের এ রাজধানী শহরে প্রায় দুই লাখ ৪০ হাজার মানুষের বাস। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে শহরের ক্রিস্টমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক ব্যক্তি। আনহাল্ট-সাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী রাইনার হাজেলহফ জানান, গাড়ি চাপায় অন্তত দুই জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৬০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন তিনি। হাজেলহফ আরো জানান, পুলিশ ইতিমধ্যে এক সৌদি নাগরিককে হেফাজতে নিয়েছে। মাগডেবুর্গের পুলিশ পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে। সৌদি ওই নাগরিক একাই ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। আনহাল্ট-সাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী হাজেলহফ জানান, গ্রেপ্তার করা ব্যক্তি একজন ডাক্তার। ২০০৬ সাল থেকে জার্মানিতে রয়েছেন। ইতিমধ্যে জার্মানিতে স্থায়ী হওয়া এই ব্যক্তি ভাড়া করা গাড়ি নিয়ে শুক্রবার ক্রিস্টমাস মার্কেটে ঢুকে পড়েন। ঘটনার পর ক্রিস্টমাস মার্কেট বন্ধ করে দেয়া হয়। ২০১৬ সালে একবার বার্লিনের ক্রিস্টমাস মার্কেটে এমন গাড়ি হামলা হয়েছিল। সেবার এক ব্যক্তি ভিড়ে গাড়ি চালিয়ে দেয়ায় ১৩ জন নিহত এবং ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন। আরটিভি/এএইচ  
এবার ইইউ’র ২৭ দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের 
কানাডা, মেক্সিকো, চীন ও ভারতের পর এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের ২৭ দেশের এই জোট ঐতিহ্যগতভাবে মার্কিন মিত্র হলেও যুক্তরাজ্যের বাণিজ্য ঘাটতি মেটাতে এবার তাদেরকেও নিজের কঠোর নীতির কথা জানিয়ে দিলেন তিনি। খবর আলজাজিরার।  শুক্রবার (২০ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইউরোপকে মার্কিন তেল ও গ্যাস বিশাল পরিমাণে ক্রয় করতে হবে। অন্যথায়, ‘পুরোপুরি ট্যারিফ আরোপ হবে’।   বর্তমানে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসের সবচেয়ে বড় আমদানিকারক ইউরোপ। দেশটির মোট তেল রপ্তানির ৫০ শতাংশেরও বেশি যায় ইউরোপে, যা প্রতিদিন ২ মিলিয়ন ব্যারেলেরও বেশি। ২০২২ সালে ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর জন্য যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়ায় ইউরোপের দেশগুলো। পরের বছর যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানির ৬৬ শতাংশই যায় ইউরোপে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিনমাসে ইইউর এলএনজি আমদানির ৪৭ শতাংশ এবং তেল আমদানির ১৭ শতাংশ সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ইউরোপীয় কমিশন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে। একইসঙ্গে নিজেদের জ্বালানি শক্তির উৎস বৈচিত্র্যময় করা এবং রাশিয়ার তেল-গ্যাস আমদানি ধীরে ধীরে বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে তারা। তবে, বেশির ভাগ ইউরোপীয় জ্বালানি শক্তি প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন হওয়ায় এ ক্ষেত্রে সীমিত হস্তক্ষেপ থাকে সরকারের। এর আগে গত ১৬ ডিসেম্বর ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ভারতীয় পণ্যের ওপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। মূলত, যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি করা নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের জবাবে এই হুমকি দেন তিনি। গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটে রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। অবশ্য, এখনও পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেননি তিনি। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন রিপাবলিকান এ নেতা। আরটিভি/এসএইচএম/এস  
একই স্থানে ১১ ভারতীয়র মরদেহ
জর্জিয়ার গুদাউরি স্কি-রিসোর্ট থেকে ১১ জন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে জর্জিয়ার এক নাগরিকের মরদেহও উদ্ধার করা হয়। ১১ জন ভারতীয়ই ভারতীয় এক রেস্তোরাঁয় কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে। জর্জিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জর্জিয়ার সংবাদমাধ্যম জানায়, রাজধানী টিবিলিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতোমধ্যে বিবৃতি দিয়ে গভীর শোক ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়, টিবিলিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস গুদাউরিতে ১১ জন ভারতীয় নাগরিকের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ। তাদের পরিবারের জন্য রইলো আমাদের গভীর সমবেদনা। স্থানীয় কর্তৃপক্ষের সাথে মিলে আমরা বর্তমানে মরদেহ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছি। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, যাতে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা যায়। ককেশাস পর্বতমালার দক্ষিণের শহর গুদাউরি স্কি করার জন্য বিখ্যাত। সেই রিসোর্টের একটি ভারতীয় খাবারের রেস্টুরেন্টে কাজ করতেন নিহত ভারতীয়রা। সোমবার জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রেস্টুরেন্টের তৃতীয় তলার একটি ডরমিটরিতে নিহতদের মরদেহ পাওয়া যায়। তাদের দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পাশের আরেকটি ঘরে একটি জেনারেটর চলছিল বলে জানায় পুলিশ। পুলিশ এখনও মৃত্যুর কারণের বিষয়ে নিশ্চিত না হতে পারলেও, রেস্টুরেন্টের কর্মচারীদের ধারণা, জেনারেটর থেকে বেরোনো কার্বন মনোক্সাইডের ধোঁয়ার কারণেই প্রাণ হারিয়েছেন এই ১২ জন। বিগত কয়েক বছরে বহু ভারতীয় জর্জিয়ায় এসেছেন উচ্চশিক্ষা লাভের জন্য, যাদের মধ্যে অনেকেই পড়াশোনার পাশাপাশি কাজও করেন। আরটিভি/এএইচ