ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বিএসএফের পোশাক পরে গরু চোরাচালানকালে গ্রেপ্তার কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:৩২ পিএম


loading/img
ফাইল ছবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পোশাক পরে বাংলাদেশে গরু চোরাচালানের চেষ্টা করতে গিয়ে পশ্চিমবঙ্গ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করেছে বিএসএফ। সীমান্তরক্ষীদের ফাঁকি দেওয়ার জন্য এ কৌশল অবলম্বন করেছিলেন ওই চোরাকারবারিরা, যা বেশ অবাক করেছে সেখানকার বিএসএফ কর্মকর্তাদের। আটকের সময় ওই চোরাকারবারিদের কাছ থেকে ধারালো ছুরি এবং চাকুও উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার চার চোরাকারবারিকে আটক করে। ওই সময় তারা চোরাচালানের প্রস্তুতি নিচ্ছিল।

বিজ্ঞাপন

অপরদিকে বিএসএফের ৮৮ নম্বর ব্যাটিালিয়ন পান্নাপুর সীমান্ত আউটপোস্ট থেকে তিনজনকে আটক করে। ওই তিনজনই বিএসএফের পোশাক পরা ছিলেন। তাদের সঙ্গে ছিল ধারালো ছুরি ও চাকু। এছাড়া তাদের সঙ্গে নকল প্লাস্টিকের বন্দুকও ছিল। 

আটকরা ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিল। ওই সময় ওই চোরাকারবারিদের কাছ থেকে দুটি মহিষও জব্দ করে বিএসএফের জওয়ানরা। এছাড়া আরেক চোরকারবারিকে ৮৯৭ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। ওই সময় বেশ কয়েকজন পালিয়ে যান। ফেনসিডিলসহ যাকে আটক করা হয়েছে তিনি বাংলাদেশি নাগরিক বলে দাবি বিএসএফের।

জব্দকৃত মালামালসহ আটক চোরাকারবারিদের যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।

বিজ্ঞাপন

বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশি অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্তে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন তারা।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |