ঢাকাবুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

হাক্কানির মাথার বিনিময়ে কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৩ মার্চ ২০২৫ , ০১:০০ পিএম


loading/img

আফগান তালেবানের প্রভাবশালী নেতা এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানিকে ধরতে তথ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এক কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছিল। তবে সম্প্রতি এই পুরস্কার প্রত্যাহার করেছে দেশটি। 

বিজ্ঞাপন

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)-এর ওয়েবসাইটে এখনো হাক্কানির বিষয়ে পুরস্কারের তথ্য মুছে ফেলা হয়নি। সূত্র: আল জাজিরা

সিরাজুদ্দিন হাক্কানি বর্তমানে তালেবান সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। রয়টার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার তালেবান দুই বছর ধরে আটক রাখা মার্কিন নাগরিক জর্জ গ্লেজম্যানকে মুক্তি দেওয়ার পরই হাক্কানির ওপর থেকে পুরস্কার প্রত্যাহারের সিদ্ধান্ত আসে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

২০২২ সালের ডিসেম্বরে আফগানিস্তানে পর্যটক হিসেবে গিয়ে তালেবানের হাতে আটক হন গ্লেজম্যান। তার মুক্তির পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কাতার সরকারের মধ্যস্থতায় ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এটিকে ‘ইতিবাচক ও গঠনমূলক’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন নাগরিকদের মুক্তি দেওয়ার ঘটনা তাদের বৈশ্বিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ। যদিও ২০২১ সালে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পরও আন্তর্জাতিক সম্প্রদায় এখনো তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

সিরাজুদ্দিন হাক্কানির বাবা জালালুদ্দিন হাক্কানি সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং কুখ্যাত হাক্কানি নেটওয়ার্ক গঠন করেন। যুক্তরাষ্ট্র হাক্কানি নেটওয়ার্ককে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করে।

এই গোষ্ঠী আত্মঘাতী হামলা এবং অপহরণের মতো বহু সহিংস ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে, ২০১৪ সালে মার্কিন সেনা বোয়ে বার্গডাহলসহ বেশ কয়েকজন পশ্চিমা নাগরিককে মুক্তিপণের জন্য আটক রাখার জন্য হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করা হয়।

এ ছাড়া, ২০২২ সালে কাবুলে এক ড্রোন হামলায় আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হন। ধারণা করা হয়, তিনি হাক্কানির বাসভবনে অবস্থান করছিলেন।

আরটিভি/এআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |