ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

জাপান যেতে আগ্রহীদের জন্য সুখবর

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০৭:৫০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কেয়ার গিভার হিসেবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) জাপানে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধনের জন্য আহ্বান করেছে। চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের লেবার কন্ট্রাক্ট, বেতন, ওভারটাইম, থাকা-খাওয়া, বার্ষিক ছুটিসহ বিস্তারিত তথ্য জানানো হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ মে) সংস্থাটির উপমহাব্যবস্থাপক (উন্নয়ন ও গবেষণা) মোহাম্মদ আলম হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কেয়ারগিভার জাপানের একটি সম্ভাবনাময় শ্রম খাত এবং এই খাতে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে এই সম্ভাবনাময় শ্রম খাতে কিছু দক্ষ কেয়ার গিভার প্রেরণের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক নিবন্ধনের জন্য আহ্বান করা যাচ্ছে।

বিজ্ঞাপন

নিবন্ধনের প্রাথমিক শর্তাবলি

• প্রার্থীর জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (জেএলপিটি)-এন৪ অথবা জাপান ফাউন্ডেশন টেস্ট ফর বেসিক জাপানিজ (জেএফটি-বেসিক) সনদ থাকতে হবে;

• প্রার্থীকে নার্সিং কেয়ার স্কিল টেস্ট (কেয়ার গিভার) বিষয়ে প্রশিক্ষণ এবং জাপানিজ স্কিল টেস্টে উত্তীর্ণ হতে হবে;

বিজ্ঞাপন
Advertisement

• প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে;

• প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছর হতে হবে;

• বর্ণিত শর্তাবলি পূরণ সাপেক্ষে শুধু যোগ্য প্রার্থীদের চূড়ান্ত ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে;

• চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের লেবার কন্ট্রাক্ট, বেতন, ওভারটাইম, থাকা-খাওয়া, বার্ষিক ছুটি, মেডিকেল, ইন্সুরেন্স এবং বোয়েসেলের সার্ভিস চার্জসহ যাবতীয় সব বিষয়ে তথ্য প্রদান করা হবে;

• পুরুষ ও মহিলা উভয়েই আবেদনের যোগ্য;

• অনলাইন নিবন্ধনে আপলোড পার্সোনাল সিভি অপশনে গিয়ে প্রার্থীর সিভি, প্রশিক্ষণ সনদ, জেএলপিটি/জেএফিটি সনদ এবং নার্সিং কেয়ার স্কিল টেস্ট (কেয়ার গিভার) সনদসহ সংশ্লিষ্ট সব ডকুমেন্ট পরিষ্কারভাবে স্ক্যান করে একটি পিডিএফ ফাইলে (সর্বোচ্চ সাইজ ১ এমবি) আপলোড করতে হবে;

• প্রার্থীকে হালনাগাদ পাসপোর্টসহ ইন্টার্ভিউতে অংশগ্রহণ করতে হবে।

অনলাইন নিবন্ধন সংক্রান্ত তথ্য

• আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদিসহ আগামী ২৫ মের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। চূড়ান্ত ইন্টারভিউ সংক্রান্ত তথ্য পরবর্তী সময়ে মেসেজের মাধ্যমে জানানো হবে।

• অনলাইন নিবন্ধনের লিংক: https://brms.boesl.gov.bd/

বিজ্ঞপ্তিতে সতর্কতা জানিয়ে বোয়েসেল জানায়, অনলাইনে নিবন্ধন কোনো প্রার্থীর জাপানে চাকরির নিশ্চয়তা প্রদান করে না। বোয়েসেল কর্তৃপক্ষ উক্ত নির্বাচনপ্রক্রিয়া সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। যেকোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নৈতিক অভিবাসন নিশ্চিত করাই বোয়েসেলের লক্ষ্য। বোয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবে না।

জাপানে কেয়ার গিভার আবেদনের লিংক দেখতে এখানে ক্লিক করুন।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |