ঢাকা

প্রাণভিক্ষার আবেদন করলেন জঙ্গি রিপন

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৭ মার্চ ২০১৭ , ০১:৫৪ পিএম


loading/img

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া আসামি দেলোয়ার হোসেন রিপন। জানালেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া।

বিজ্ঞাপন

সোমবার নিজেকে নির্দোষ দাবি করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন এই জঙ্গি নেতা।

ছগির মিয়া বলেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনে রিপনের ভাষ্য, আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, গেলো ২১ মার্চ মুফতি হান্নানসহ ৩ জঙ্গির রিভিউ খারিজের পর ৫ পৃষ্ঠার রায়টি তাদের পড়ে শোনানো হয়। এরপর কারাবিধি অনুযায়ী তাদের কাছে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না জানতে চাওয়া হয়। সোমবার আনুষ্ঠানিকভাবে রিপন প্রাণভিক্ষার আবেদন করেন।

আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত অপর দুই আসামি হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুল গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি আছেন। তারাও এরই মধ্যে প্রাণভিক্ষার আবেদন করেছেন।

২০০৪ সালের ২১ মে সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ পুলিশসহ ৩ জন নিহত হন। আহত হন আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ কমপক্ষে ৪০ জন।

বিজ্ঞাপন
Advertisement

গেলো বছরের ৭ ডিসেম্বর মুফতি হান্নানসহ ৩ আসামির আবেদন খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন সর্বোচ্চ আদালত। মুফতি হান্নান ছাড়া মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অপর ২ আসামি হলেন-শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার ওরফে রিপন।

এরপর গেলো ১৭ জানুয়ারি মুফতি হান্নানসহ ৩ জনের ফাঁসির আদেশ বহাল রেখে আপিল বিভাগের পুর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের সইয়ের পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৬৫ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। 

এর বিরুদ্ধে রিভিউ আবেদন করে আসামিপক্ষ। গেলো ১৯ মার্চ আবেদন খারিজ করে রায় বহাল রাখেন আপিল বিভাগ। ২১ মার্চ রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টে।

এইচটি/এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |