জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে কবির ১১৮তম জন্মবার্ষিকীতে দলের পক্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সঙ্গে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, নজরুল আমাদের প্রেমের কবি, যৌবনের কবি, মানবতার কবি, সাম্যের কবি ও জাতীয় কবি।
তিনি বলেন, নজরুল প্রতিদিনই আমাদের কাছে প্রাসঙ্গিক। বাঙালির জাতীয় জীবনে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের মতো তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসে ও প্রতিটি বিশ্বাসে প্রাসঙ্গিক। সেকালে তিনি, একালে তিনি, তিনি চিরকালীন।
নজরুলের সাহিত্যকর্মের অনুবাদ করার যে দাবি কবির নাতনী খিলখিল কাজী তুলেছেন এবিষয়ে কাদের বলেন, তার দাবিটি সমগ্র জাতির দাবি। আমি যতটুকু জানি, সাহিত্যকর্মের অনুবাদ বিভিন্ন ভাষায় হয়েছে। তবে তার পরিমাণ বৃদ্ধি করে তার মেধা সৌরভ ও গৌরব ছড়িয়ে দেয়া উচিৎ। সে বিষয়ে আমি সংস্কৃতিমন্ত্রণালয়ে বিশেষভাবে অনুরোধ করবো।
কাদের বলেন, তবে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ জনগণকে সঙ্গে নিয়ে মূলোৎপাটন করতে না পারলে তার জন্মদিন পালন স্বার্থক হবে না।
এমকে