ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

উত্তরায় গণহত্যা: ১২ মের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

আরটিভি নিউজ

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ০৩:৩১ পিএম


loading/img
ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে উত্তরায় গণহত্যার অভিযোগে সাবেক মেয়র আতিকুল ইসলামসহ মোট ৯ আসামির তদন্ত প্রতিবেদন ১২ মে’র মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। 

বিজ্ঞাপন

রোববার (৯ মার্চ) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আরও পড়ুন

আতিকুল ইসলাম ছাড়া বাকিরা হলেন- উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন, মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল।

প্রসিকিউশনের করা আবেদনের ওপর শুনানিতে ১১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার সময় সরাসরি অংশগ্রহণসহ নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। যাদের প্রত্যেককে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন
Advertisement

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |