হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার 

আরটিভি নিউজ 

বুধবার, ১২ মার্চ ২০২৫ , ০৩:৫৩ পিএম


হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার 
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক এক হত্যাচেষ্টা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার। 

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন।

আদালতে এদিন জামিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ। সঙ্গে ছিলেন আইনজীবী নাজিয়া কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার।

বিজ্ঞাপন

আইনজীবী হামিদুল মিসবাহ বলেন, এই মামলায় হাইকোর্ট শমী কায়সারকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন। শমী কায়সার কাশিমপুর মহিলা কারাগারে আছেন। অন্য কোনো মামলা না থাকলে এখন তার কারামুক্তিতে আইনগত বাধা নেই।

আরও পড়ুন

এর আগে, জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষ আবেদন করলে শমী কায়সারের জামিন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন হাইকোর্ট। গত বছরের ১২ ডিসেম্বর ছিল শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রাজিব। আর শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ, সঙ্গে ছিলেন আইনজীবী নাজিয়া কবির।

শুনানির পর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক অভিনেত্রীর জামিন স্থগিতের আদেশ দেন। 

শমী কায়সারের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ হলো, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অনেককে বাধা দিতে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে  আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। এতে অনেকে আহত হন। 

বাদী ইশতিয়াকের দাবি, হামলার ঘটনায় জড়িত ছিলেন অভিনেত্রী শমী কায়সারও। গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন তিনি।

মামলায় শমী কায়সার ছাড়াও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ আরও ১২৫ জনকে আসামি করা হয়। শমী কায়সার এ মামলায় ২৪ নম্বর এজাহারভুক্ত আসামি।

এ মামলার জেরেই গত বছরের ৫ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ।

আরটিভি/এসএইচএম

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission