ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

জুলাই আন্দোলন নিয়ে চলচ্চিত্রের প্রদর্শনীর অনুমতি দিতে নির্দেশ

আরটিভি নিউজ

বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ০৫:৪০ পিএম


loading/img
ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনে ঐতিহাসিক গণবিস্ফোরণ ও গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রক্তস্নাত বাংলাদেশে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’ এর সার্টিফিকেশন সনদ ইস্যু করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

বুধবার (১৯ মার্চ) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এ সময় আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. গিয়াস উদ্দিন চৌধুরী। 

বিজ্ঞাপন

তিনি জানান, তিন দিনের মধ্যে সর্টিফিকেশন সনদ ইস্যু করার নির্দেশ দিয়ে রুল জারি করেছেন আদালত।

এর আগে, চলচ্চিত্রটির প্রযোজক ও নির্মাতা সৈয়দ বেলায়েত হোসেন বেলাল এ রিট করেন। রিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ভাইস চেয়ারম্যান ও উপ-পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডকে বিবাদী করা হয়।

আশরাফুর রহমানের পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পারভেজ আবির চৌধুরী, সালহা খানম নাদিয়া, লুত্ফর রহমান জর্জসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

জানা গেছে, নির্মাণ শেষে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। পরে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর সিনেমাটি প্রিভিউ করলেও এখনও প্রদর্শনের অনুমতি পাননি সংশ্লিষ্টরা। পরে দুইবার আইনি নোটিশ দিয়েও কোনো সাড়া না পেয়ে তিন দিনের মধ্যে মুক্তির নির্দেশনা চেয়ে প্রয়োজক হাইকোর্টে এ রিট করেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |