গ্রেপ্তার শুনানির জন্য আদালতে তোলা হয় আওয়ামী লীগের সহযোগী দুটি দলের হেভিওয়েট নেতা জাসদের ইনু ও ওয়ার্কার্স পার্টির মেননকে। কাঠগড়ায় দাঁড়িয়ে তারা শুনানি শুনছিলেন। একপর্যায়ে ইনু হেসে মেননকে বলেন, ‘দিন আমাদেরও আসবে।’ এ সময় মেননও মুচকি হাসেন।
বিজ্ঞাপন
বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে এমন দৃশ্যের দেখা মেলে।
কাঠগড়ায় দাঁড়িয়ে মেনন একটু বেশিই মনোযোগ দিয়ে শুনানি শুনছিলেন। পাশে দাঁড়িয়ে ইনুও যেন তাকে সঙ্গ দিচ্ছিলেন।
বিজ্ঞাপন
এদিকে শুনানি শেষে ইনু ও মেননকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তাদের আবার কড়া নিরাপত্তায় হাজতখানায় নেওয়া হয়।
আরটিভি/টি/এস