ঢাকা

বেনজীরের স্ত্রীর বুর্জ খলিফায় ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব জব্দের আদেশ

আরটিভি নিউজ

সোমবার, ১২ মে ২০২৫ , ০৬:২৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জার নামে দুবাইয়ে থাকা দুটি ফ্ল্যাট ক্রোক ও দুটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। এরমধ্যে দুবাইয়ের আল ওয়াসিতে এক ইউনিট ও বুর্জ খলিফায় এক ইউনিট রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১২ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন দুদকের উপপরিচালক জয়নাল আবেদীন এ আবেদন করেন। 

বিজ্ঞাপন

আবেদনে বলা হয়, আসামি বেনজীর আহমেদ ও জিসান মির্জার বিরুদ্ধে ১৬ কোটি ১৭ লাখ ৩৩৬ টাকা সম্পদের তথ্য গোপন ও ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি জিসান মির্জা তার জ্ঞাত আয়ের উৎসের বাইরে অর্জিত অর্থ অবৈধভাবে পাচার করেছেন। 

যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা ২৬(২) ও ২৭(১) এর অধীনে ফৌজদারি অপরাধ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে অপরাধের অর্থ ফিরিয়ে আনার জন্য অভিযুক্ত জিসান মির্জার স্থাবর সম্পত্তির হস্তান্তর বা হস্তান্তর বন্ধ করার জন্য স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি জব্দ করা একান্ত আবশ্যক।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |