ঢাকা

নিউইয়র্কে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৪ মে ২০১৭ , ০২:৩১ পিএম


loading/img

আমেরিকার নিউইয়র্কে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশি ক্যাবচালককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রবাসী এক বাংলাদেশি নারীকে তিনি ডলারের বিনিময়ে অশালীন প্রস্তাব দেন বলেও অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সময় গেলো বৃহস্পতিবার রাতে মোহাম্মদ খালেক নামে ওই ক্যাবচালককে গ্রেপ্তার করা হয়।

নিউইয়র্কের ব্রঙ্কসের বাসিন্দা ওই নারী পুলিশ ও গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, মোহাম্মদ খালেক তার পূর্বপরিচিত। কর্মস্থল থেকে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে খালেক তাকে ক্যাবে উঠতে বলেন। কিন্তু তিনি অন্য পথে ক্যাব কানেটিকাটের নরোয়াক এলাকায় নিয়ে যান। পরে খালেক ওই নারীকে এক হাজার ডলার দিয়ে অশালীন প্রস্তাব দেন। এ সময় ওই নারী গাড়ি থেকে নেমে যান। চেঁচামেচি শুরু করেন। এরপর খালেক ক্যাব নিয়ে পালিয়ে যান।

বিজ্ঞাপন

তবে অভিযোগ অস্বীকার করে খালেক বলেন, তার সঙ্গে ওই নারীর আর্থিক লেনদেন ছিল। বিষয়টি নারীর স্বামীও জানেন। ভয় দেখিয়ে স্বার্থ হাসিল করতে তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় খালেকের ক্যাব চালানোর লাইসেন্স বাতিল করেছে নিউইয়র্কের ট্যাক্সি ও লিমোজিন কমিশন।

এপি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |