ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

বাগদাদে ফুটবল স্টেডিয়ামের কাছে বিস্ফোরণ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩০ অক্টোবর ২০২২ , ০৯:১২ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ইরাকের বাগদাদে ফুটবল স্টেডিয়ামের কাছে বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনন্ত ২০ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

দেশটির নিরাপত্তা ও চিকিৎসা বিভাগের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত ক্যাফে ও ফুটবল স্টেডিয়ামের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে গাড়ির সঙ্গে সংযুক্ত বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটে। এর ফলে ঘটনাস্থলের কাছেই থাকা একটি গ্যাসের ট্যাংকারেও বিস্ফোরণ ঘটে। নিহতরা অধিকাংশই পার্শ্ববর্তী স্টেডিয়ামের অপেশাদার খেলোয়াড়।

এদিকে দেশটির সামরিক বিবৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী বাগদাদে গ্যারেজে গ্যাসের ট্যাংকার বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধান করছে।

বিজ্ঞাপন

সূত্র : রয়টার্স

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |