ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ অক্টোবর ২০১৭ , ০৩:১৮ পিএম


loading/img

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাতিসংঘের সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ সহায়তা চান।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী জাতিসংঘের মহাসচিবকে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব অনুযায়ী রোহিঙ্গাদের জন্য মিয়ানমারে একটি সেফ জোন করে এ সমস্যার স্থায়ী সমাধান করা জরুরি।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অ্যান্থনিও গুতেরেসকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। এছাড়া মানবিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারকে ও সর্বপরি বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানান তিনি। 

অ্যান্থনিও গুতেরেস জানান, তিনি রোহিঙ্গা ইস্যুটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এসময় তিনি অর্থমন্ত্রীকে বলেন, জনবহুল দেশ হওয়া সত্ত্বেও রোহিঙ্গাদের মানবিক সহায়তায় এগিয়ে আসায় তিনি অত্যন্ত অভিভূত।

বিজ্ঞাপন
Advertisement

এ সময় তিনি অর্থমন্ত্রীকে জাতিসংঘের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে যা করা প্রয়োজন জাতিসংঘের পক্ষ থেকে সেটা করার আশ্বাস দেন।

ওয়াই/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |