ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বিজয় দিবসে জনসাধারণের জন্য উন্মুক্ত নৌবাহিনীর ৭ জাহাজ

আরটিভি নিউজ

রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪ , ১২:৪৫ পিএম


loading/img
ফাইল ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী সোমবার (১৬ ডিসেম্বর) সারা দেশের ৭টি স্থানে বাংলাদেশ নৌবাহিনীর ৭টি জাহাজ জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করা হচ্ছে। 

বিজ্ঞাপন

রোববার (১৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিজয় দিবস উপলক্ষে আগামী সোমবার ঢাকা সদরঘাটে বানৌজা কুশিয়ারা, নারায়ণগঞ্জ পাগলা নেভাল জেটিতে বানৌজা সুমরা ও চট্টগ্রাম নেভাল জেটি নিউমুরিংয়ে বানৌজা সমুদ্র অভিযান সকলের জন্য উন্মুক্ত রাখা হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল ঘাটে বানৌজা পদ্মা, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা তুরাগ, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা মহিবুল্লাহ ও পটুয়াখালীর পায়রা বন্দরে (সার্ভিস জেটি) বানৌজা অপরাজেয় সকলের জন্য উন্মুক্ত রাখা হবে।

নৌ বাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের জন্য ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |