ঢাকা থেকে ৩৯৬ জন যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেওয়ার পর মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে। এতে বাধ্য হয়ে ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবরণ করে ফ্লাইটটি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় যাত্রার মাঝপথেই আটকে পড়েন ৩৯৬ জন। রাত পার করে দিনের অর্ধেকটা সময়ও বিমানবন্দরেই কাটাতে হয় তাদের। এই যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে নাগপুর বিমানবন্দরে বিশেষ একটি ফ্লাইট পাঠিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ইতোমধ্যে ফ্লাইটটি আটকে পড়া ৩৯৬ যাত্রী নিয়ে উড়াল দিয়েছে দুবাইয়ের উদ্দেশে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।
তিনি জানান, বুধবার রাতে বিজি-৩৪৭, বোয়িং-৭৭৭ এয়ারক্রাফট ৩৯৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দুবাইয়ে উদ্দেশ্য রওনা দেয়। রাত পৌনে ১১টায় মাঝ আকাশে ক্যাপ্টেন একটি টেকনিক্যাল সিগন্যাল পান, যার ফলে কাছাকাছি ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। সেখানে যাত্রীদেরকে অত্যন্ত সুচারুরূপে সব ধরনের সাপোর্ট দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আরেকটি বোয়িং-৭৭৭ নাগপুরের উদ্দেশ্যে রওনা হয়। স্থানীয় সময় দুপুর পৌনে ১টায় ফ্লাইটটি নাগপুরে পৌঁছে। অপেক্ষমাণ যাত্রীদের নিয়ে ইতোমধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেটি।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য অত্যন্ত দুঃখপ্রকাশও করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।
আরটিভি/এসএইচএম/এস