ঈদ মিছিলে মূর্তিবাদী সংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছে: হেফাজতে ইসলাম 

আরটিভি নিউজ

বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ০৪:০৭ এএম


ঈদ মিছিলে মূর্তিবাদী সংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছে: হেফাজতে ইসলাম 
ছবি: সংগৃহীত

রাজধানীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ঈদ মিছিলে মূর্তিবাদী সংস্কৃতির অনুপ্রবেশ ঘটানো হয়েছে মন্তব্য করে এ ঘটনার নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ এপ্রিল) এক বিবৃতিতে এই মন্তব্য ও নিন্দা জানায় সংগঠনটি। তবে মুক্ত ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাওয়ায় শুকরিয়া আদায় ও অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।

বিবৃতিতে তারা বলেন, সুলতানি বা মুঘল আমলের কয়েকশ বছরের পুরানো ঐতিহ্য ‘ঈদ মিছিল’ ফিরিয়ে আনার মধ্য দিয়ে বাংলাদেশের মুসলমানদের সাংস্কৃতিক পুনর্জাগরণের যাত্রা শুরু হয়েছে বলে আমরা মনে করি। সারাদেশে শিশু-কিশোরসহ সাধারণ মানুষের অংশগ্রহণে ব্যাপক সাড়া ফেলেছে ঈদ মিছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজিত ঈদ মিছিলে বিভিন্ন প্রতিকৃতির সমাহার ঈদের মূল আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামে দুই ঈদ প্রবর্তনের ইতিহাস না জেনে ঈদ মিছিলে এসব সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

বিজ্ঞাপন

ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হলে আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission