ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

মেঘনার প্রতি বেআইনি কোনো আচরণ হয়নি: খোদা বকস

আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ০২:০৭ পিএম


loading/img
ফাইল ছবি

মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলমের প্রতি বেআইনি কোনো আচরণ হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রচলিত আইনেই মডেল মেঘনা আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন আছে বলেই বিশেষ আইন ব্যবহার হচ্ছে। বেআইনি কাজ তো না।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান খোদা বকস চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি বলেন, অভিযোগ ও ঘটনার বিষয়ে কাজ হচ্ছে। বিষয়টি হাইকোর্টে গেছে। এটি এখন বিচারাধীন বিষয়। সাব-জুডিস ম্যাটারে তো কথা বলা ঠিক হবে না। দেখি কী আসে ওখান থেকে।

আরও পড়ুন

এর আগে, গত ১৩ এপ্রিল মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

একইদিন মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, সেটি সঠিক হয়নি বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, তার অপরাধ নেই, তা নয়; তদন্ত চলছে। 

আরটিভি/আরএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |