ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে মাস্তুল ফাউন্ডেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

আরটিভি নিউজ

রোববার, ২০ এপ্রিল ২০২৫ , ১০:৩৩ এএম


ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে মাস্তুল ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
সংগৃহীত ছবি

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মাস্তুল ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ এপ্রিল) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সময় দুই পক্ষের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি মানবিক সহায়তা এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

মাস্তুল ফাউন্ডেশন গত বছরের রমজান মাস থেকে নিপীড়িত গাজাবাসীদের জন্য বাংলাদেশের পক্ষে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য ত্রাণ সামগ্রী সরবরাহ করে আসছে।

বিজ্ঞাপন

সাক্ষাতের সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, আমরা তোমাদের সঙ্গে আছি, যেকোনো সহযোগিতায় বর্তমানে এবং আগামীতেও পাশে থাকবো। শুধু তাই নয়, তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের জানাবে। আমরা সহযোগিতা করব। 

তিনি মাস্তুল ফাউন্ডেশনের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার দ্বার উন্মুক্ত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মাস্তুল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, বাংলাদেশ সরকার সর্বদা মানবিক কাজে এগিয়ে এসেছে, আমি বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞ। মাস্তুল ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনায় সরকারি অনুমতির মাধ্যমে ফিলিস্তিন থেকে ১০০ এতিম শিশুদের বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। যেন তারা এখানে ভালো খাবার, নিরাপদ আশ্রয়, মানসম্মত শিক্ষা ও চিকিৎসা পেয়ে বেড়ে উঠতে পারে। বড় হয়ে তারা পুনরায় ফিরে যাবে নিজ দেশে এবং অবদান রাখবে নতুন সমাজ গঠনে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission