শিশুর ফুসফুস থেকে বের হল এলইডি বাল্ব!

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০১৮ , ০৭:২১ পিএম


শিশুর ফুসফুস থেকে বের হল এলইডি বাল্ব!

সাত মাস বয়সী  কন্যা-শিশুর ফুসফুস থেকে বের হলো এলইডি বাল্ব। এমন বিষয়কর কাণ্ড ঘটেছে ভারতের মুম্বাইয়ের প্যারেলের বাই ওয়াদিয়া হাসপাতালে। হাসপাতালটির চিকিৎসকরা ওই শিশুকন্যার ফুসফুস থেকে এলইডি বাল্ব বের করেন। খবর হিন্দুস্তান টাইমস।

বিজ্ঞাপন

সাত  মাসের মেয়েটি খেলনার মোবাইল ফোন নিয়ে খেলতে খেলতে ২ সেন্টিমিটার ব্যাসের একটি বাল্ব গিলে ফেলে।

মেয়েটির নাম আরিবা খান। তার বাবা মা থাকেন রত্নাগিরির চিপলুন এলাকায়। বাবা মা জানতেন না, মেয়ে বাল্ব গিলে ফেলেছে। টানা জ্বর ও কাশির কারণে তারা আরিবাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে রোগের কারণ না ধরা পড়ায় সপ্তাহ-খানেক পর তাকে নিয়ে আসা হয়  মুম্বাইয়ের প্যারেলের বাই ওয়াদিয়া হাসপাতালে।

বিজ্ঞাপন

ততদিনে তার পরিস্থিতির অবনতি ঘটেছে। এখানে এক্সরে-তে ধরা পড়ে, ডান ফুসফুসে আটকে রয়েছে একটা কিছু। চিকিৎসকরা তার ব্রঙ্কোস্কোপি করেন। অ্যান্টিবায়োটিক দিয়ে কমানো হয় সংক্রমণ। আর একটি ব্রঙ্কোস্কোপি করে দেখা যায়, ফুসফুসের মধ্যে আটকে রয়েছে বাল্বটি। সাঁড়াশি দিয়ে ২ মিনিটের মধ্যে তা বার করে আনা হয়। এখন মেয়েটি বেশ ভালো আছে।

আরও পড়ুন

এপি/ এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission