স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ নিয়ে যা জানা গেল

আরটিভি নিউজ

সোমবার, ০৫ মে ২০২৫ , ০৫:৪১ পিএম


পদত্যাগ করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম
ছবি: সংগৃহীত

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

বিজ্ঞাপন

তাদের অনুসন্ধানে জানা যায়, জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইট ব্যবহার করে প্রকাশিত ভুয়া সংবাদ সত্য দাবিতে প্রচার করা হয়েছে। 

এই ভুয়া তথ্যটি ছড়ানোর উৎস হিসেবে ফ্রি ডোমেইনের সাইটকে চিহ্নিত করা হয়েছে, যার নাম sadhinnews247। ওই সাইটে ‘ব্রেকিং নিউজ: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ’ শিরোনামে ৩ মে ২০২৫ তারিখে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ‘রাতের এক প্রেস ব্রিফিংয়ে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।’ অথচ এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র কিংবা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

বিজ্ঞাপন

তবে গণমাধ্যমে এমন কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি যা উপদেষ্টার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। বরং, জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার ৪ মে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ আছে-ঈদুল আজহা সামনে রেখে কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও অংশ নিয়েছেন এবং নতুন গঠিত কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

অর্থাৎ, স্বরাষ্ট্র উপদেষ্টা স্বপদেই বহাল রয়েছেন। তিনি পদ থেকে সরে দাঁড়িয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

এর আগে, রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিটের প্রকাশিত এক অনুসন্ধানে দেখা যায়, গত বছরের সেপ্টেম্বর থেকে এমন ভুয়া ব্লগসাইট ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য ছড়াতে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও গ্রুপের জড়িত থাকার প্রমাণও মিলেছে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission