মাহফুজকে বোতল নিক্ষেপ, ডিবি কার্যালয়ে যুবক

শুক্রবার, ১৬ মে ২০২৫ , ০৪:৫৮ পিএম


মাহফুজকে বোতল নিক্ষেপ, ডিবি কার্যালয়ে যুবক
ফাইল ছবি।

রাজধানীর কাকরাইলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় এক যুবককে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ মে) বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। 

তিনি বলেন, তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল নিক্ষেপ করায় একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

এর আগে, আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গত ১৪ মে রাতে কাকরাইল মসজিদের সামনে যান মাহফুজ আলম। সেখানে কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল তাকে লক্ষ্য করে ছুড়ে মারা হয়।

এরপর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বোতল নিক্ষেপকারীকে শনাক্ত করে পুলিশ। জানানো হয়, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। তাকে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম গতকাল বলেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখে ইশতিয়াক হোসাইন নামে একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission