অর্থ বিভাগের ওয়েবসাইটে বাংলা সিনেমার গান, ঘটনা কী? 

আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ০৮:১৩ পিএম


অর্থ বিভাগের ওয়েবসাইটে বাংলা সিনেমার গান, ঘটনা কী? 
ছবি: সংগৃহীত

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ওয়েবসাইটে ঢুকতেই চোখে পড়ল বাংলা সিনেমার গান ও বিজ্ঞাপন। 

বিজ্ঞাপন

শনিবার (৩১ মে) বিকেল ৪টা ২০ মিনিটে দেখা যায় এ দৃশ্য। 

আসলে আগামী ২ জুন সোমবার নতুন অর্থবছরের বাজেট বক্তৃতা সম্প্রচার উপলক্ষে পরীক্ষামূলকভাবে এটি করা হচ্ছে।

বিজ্ঞাপন

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা হবে আগামী ২ জুন সোমবার বিকেল ৪টায়। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের আগে ধারণকৃত বাজেট বক্তব্য ওই দিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার থেকে প্রচারিত হবে। তথ্য অধিদপ্তর গত বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে বিষয়টি জানিয়েছে। 

বৃহস্পতিবারের তথ্য বিবরণী অনুযায়ী, জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা সম্প্রচার করতে বলা হয়েছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বাজেটের বই দেওয়া হবে এবার সচিবালয়ে অবস্থিত তথ্য অধিদপ্তর (পিআইডি) থেকে।

বিজ্ঞাপন

জানা গেছে, উপদেষ্টা পরিষদ অনুমোদন দেওয়ার পর ২ জুন বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা। উপদেষ্টা পরিষদ অনুমোদন দেওয়ার পর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হবে। প্রতিবার বাজেট দেওয়া হতো জুনের প্রথম দিকে যেকোনো বৃহস্পতিবার। আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগেই এবার বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম-টি

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission