ভিড় বাড়লেও স্বস্তির ঈদযাত্রা কমলাপুরে

আরটিভি নিউজ

বুধবার, ০৪ জুন ২০২৫ , ১১:০৫ এএম


ভিড় বাড়লেও স্বস্তির ঈদযাত্রা কমলাপুরে
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (৫) থেকে। ট্রেনে ঈদযাত্রাও শুরু হয়েছে আগেই। গত কয়েক দিনের তুলনায় আজ সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে। ঈদযাত্রার বিড়ম্বনা আর শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তির ছাপ যাত্রীদের চোখে-মুখে; স্বাভাবিক সময়ের মতই ১৫-২০ মিনিট পরই প্লাটফর্ম ছাড়ছে ট্রেন। ভিড় বাড়লেও স্বস্তির ঈদযাত্রা কমলাপুরে।

বিজ্ঞাপন

বুধবার (৪ জুন) সকালে কমলাপুর রেলস্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, স্টেশনে প্রবেশের জন্য বাঁশের ব্যারিকেড দিয়ে লাইন তৈরি করা হয়েছে। বিনা টিকিটের যাত্রীরা টিকিট প্রদর্শন না করে প্রথম ধাপ পার হতে পারছেন না। এরপর দ্বিতীয় ধাপে আবারও টিকিট যাচাই করা হচ্ছে। সবশেষ প্ল্যাটফর্মে প্রবেশের আগে পুনরায় টিকিট প্রদর্শন করে যাত্রীদের প্রবেশ করতে হচ্ছে।

বিজ্ঞাপন

এ ছাড়া চুরি-ছিনতাইসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা গেছে। স্টেশন কর্তৃপক্ষ বলছে, নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবার সময়মতো স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, বিনা টিকিটের যাত্রী প্রতিরোধসহ নানান উদ্যোগের ফলে এবার ঈদযাত্রা স্বস্তির হচ্ছে।

দেওয়ানগঞ্জের যাত্রী উম্মে আফসানা বলেন, তিস্তা ঈদ স্পেশাল ট্রেনের টিকিট কেটেছি। অনেকদিন পরে বাড়ি যাচ্ছি। পরিবারের সঙ্গে ঈদ কাটাবো, এটাই অনেক আনন্দের।

রাজশাহীর একজন যাত্রী বলেন, এবার স্টেশনের ব্যবস্থাপনা ভালো। টিকিট ছাড়া যাত্রীরা স্টেশনে ঢুকতে পারছে না, এটা ভালো উদ্যোগ। ট্রেনও সময়মতো ছাড়ছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা রেলস্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ঈদযাত্রা এখন পর্যন্ত স্বস্তির।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission