চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২২ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জুন) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হজে গিয়ে সৌদি আরবে ২২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ২০ জন এবং নারী দুইজন। ১৪ জনের মৃত্যু হয়েছে মক্কায়, মদিনায় সাতজন এবং আরাফায় একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া বর্তমানে সৌদি সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ১৯০ জন হজযাত্রী। ভর্তি আছেন ২১ জন।
এদিকে, গত ৫ জুন হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে মঙ্গলবার। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪১৯ জন হাজি দেশে ফেরেন। এছাড়া সৌদি এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে এক হাজার ৫৫৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ছয়টি ফ্লাইটে ২ হাজার ৪৩২ জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।
উল্লেখ্য, এবার বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছিল ৮৭ হাজার ১৫৭ জন। সৌদি যাওয়ার হজ ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল, শেষ হয় ৩১ মে।
আরটিভি/আরএ