প্রথমবারের মতো একসঙ্গে ছয় বিসিএসের সময়সূচি ঘোষণা

আরটিভি নিউজ

শনিবার, ১৪ জুন ২০২৫ , ১১:৩৯ পিএম


প্রথমবারের মতো একসঙ্গে ছয় বিসিএসের সময়সূচি ঘোষণা
ফাইল ছবি

প্রথমবারের মতো একসঙ্গে ছয়টি বিসিএস পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষণায় চলমান ৪৪তম বিসিএস থেকে শুরু করে আসন্ন ৪৯তম বিসিএস পর্যন্ত প্রিলিমিনারি, লিখিত এবং চূড়ান্ত ধাপের ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

পিএসসি সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর প্রকাশিত হবে ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি। আবেদন গ্রহণ চলবে ওই মাসের ৩০ তারিখ পর্যন্ত। এ ছাড়া বিশেষ ৪৮তম বিসিএসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেপ্টেম্বরের মধ্যেই এর চূড়ান্ত সুপারিশ প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য নির্ধারিত সময়ের মধ্যেই লিখিত পরীক্ষা ও ফল প্রকাশের প্রক্রিয়া শেষ করা হবে বলে জানানো হয়েছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হবে আগামী ৩০ জুন। ৪৫তম বিসিএসের লিখিত ফল প্রকাশ হবে ১৯ জুন, আর চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে ১০ ডিসেম্বর। এছাড়া, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই এবং ফল প্রকাশ হবে ১৮ ডিসেম্বর।

বিজ্ঞাপন

অন্যদিকে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর, যার ফল প্রকাশ করা হবে ২৮ সেপ্টেম্বর। এরপর লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ নভেম্বর।

বিশেষ ৪৮তম বিসিএসে সময় ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। এই বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ জুলাই, ফল ২১ জুলাই, আর চূড়ান্ত সুপারিশ প্রকাশ হবে ২২ সেপ্টেম্বর— মাত্র দুই মাসের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পিএসসি জানিয়েছে, নিয়মিত বিসিএস পরীক্ষার ক্ষেত্রে প্রিলিমিনারি নেওয়া হবে বিজ্ঞপ্তি প্রকাশের কমপক্ষে দুই মাস পর এবং লিখিত পরীক্ষা হবে প্রিলিমিনারির ফল ঘোষণার দুই মাস পর। প্রার্থীদের প্রস্তুতির সুবিধার্থে মৌখিক পরীক্ষাগুলো এমনভাবে নির্ধারণ করা হবে যাতে এক বিসিএসের সঙ্গে আরেকটির সময় মিলে না যায় এবং কমপক্ষে এক মাসের ব্যবধান থাকে।

বিজ্ঞাপন

কমিশন আরও জানায়, প্রকাশিত সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে, তবে নির্ধারিত সময়মতো তা বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে তারা। এছাড়া, সামনের ডিসেম্বর মাসে পরবর্তী বিসিএস পরীক্ষাগুলোর সময়সূচিও পর্যায়ক্রমে জানিয়ে দেওয়া হবে। 

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission