ঈদযাত্রার ১৫ দিনে সড়কে ঝরল ৪২৭ প্রাণ

আরটিভি নিউজ

সোমবার, ১৬ জুন ২০২৫ , ১২:২৩ পিএম


সড়ক দুর্ঘটনা
ছবি: সংগৃহীত

ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে ৪২৭ জন প্রাণ হারিয়েছেন। যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, ৩১ মে থেকে ১৪ জুন পর্যন্ত ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৯০ জন এবং আহত হয়েছেন ১১৮২ জন। সব মিলিয়ে মোট ৪১৫টি দুর্ঘটনায় ৪২৭ জন নিহত ও ১১৯৪ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেল সংশ্লিষ্টভাবে। আগের ঈদুল আজহার তুলনায় দুর্ঘটনা ২২.৬৫% এবং প্রাণহানি বেড়েছে ১৬.০৭%। আহতের হার বেড়েছে ৫৫.১১%।

সংগঠনটি দুর্ঘটনার ৯টি কারণ চিহ্নিত করেছে—যার মধ্যে রয়েছে ছুটি কম হওয়া, অদক্ষ চালক, অটোরিকশার অবাধ চলাচল ইত্যাদি। তারা দুর্ঘটনা রোধে ছোট যানবাহন মহাসড়ক থেকে সরানো, চারদিনের ছুটি ঘোষণা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণসহ ১২ দফা সুপারিশ করেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission