ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে তেহরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত শুরু হচ্ছে। ফিরতে আগ্রহীদের প্রথম দলকে আগামী সপ্তাহে বাংলাদেশে আনতে চায় সরকার।
রোববার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রত্যাশার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশে ফিরতে ইচ্ছুক সব বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে। ইরানের পার্শ্ববর্তী দেশগুলোর সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।
মন্ত্রণালয় চেষ্টা করছে যে, প্রত্যাবাসনে আগ্রহী প্রথম দলটি যাতে আগামী সপ্তাহে বাংলাদেশে পৌঁছায়। পর্যায়ক্রমে অন্যদেরও বাংলাদেশে ফেরত আসার প্রক্রিয়া সম্পন্ন করা হবে মর্মে আশা করা যাচ্ছে। প্রত্যাবাসনের বিষয়ে এ মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণলায়ের সঙ্গে যোগাযোগ রাখছে।
এ পরিপ্রেক্ষিতে দেশে প্রত্যাবর্তনে আগ্রহী সব বাংলাদেশি নাগরিককে তাদের নাম-ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যসহ তেহরানের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।
এ বিষয়ে তারা এবং বাংলাদেশে তাদের স্বজনরা প্রয়োজনে দূতাবাসের ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নোক্ত হটলাইনগুলোতে (ওয়াটসঅ্যাপসহ) সরাসরি যোগাযোগ করতে পারেন
বাংলাদেশ দূতাবাস, তেহরান-হটলাইন: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫।
পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা-হটলাইন: +৮৮০১৭১২০১২৮৪৭।
আরটিভি/এমএ -টি