ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বিএনপিপন্থি ৩ বিসিএস কৃষি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ১১:৪৩ পিএম


loading/img
ফাইল ছবি।

বিসিএস (কৃষি) ক্যাডারের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কৃষি মন্ত্রণালয়। এ তিন কর্মকর্তা বিএনপিপন্থি হিসেবে পরিচিত ছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) তাদের বরখাস্ত করা হয়।

তিন কর্মকর্তা হলেন- কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) সাবেক উপ-পরিচালক (প্রশাসন) ও মেহেরপুর হর্টিকালচার সেন্টারে বদলির আদেশপ্রাপ্ত ড. মুহাম্মদ মাহবুবুর রশীদ, মৌলভীবাজার জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর হবিগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক মো. রেজাউল ইসলাম (মুকুল)।

বিজ্ঞাপন

কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

মঙ্গলবার স্বাক্ষরিত তাদের বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা,১৯৭৯ এর ৩০-(এ), (বি), (সি) ও (ডি), সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা-২০১৮ বিধি ৩(খ) ও ৩(ঙ)-এর অভিযোগ প্রাথমিক সত্যতা থাকায় দায়িত্ব থেকে বিরত রাখার জরুরি আবশ্যকতায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯(১) অনুযায়ী সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |